নিজস্ব প্রতিবেদক, সাভার
৫ আগষ্ট লুটপাট ও অগ্নিসংযোগের ধ্বংসস্তূপের মধ্যেই মঙ্গলবার থেকে সাভার থানার কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শুরুর পর থানায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ৪২টি সাধারণ ডায়েরি (জিডি) ও ১০টি অভিযোগ জমা পড়েছে।
থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) ফারজানা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সকাল থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩২টি জিডি হয়েছে। গত মঙ্গলবার কোনো অভিযোগ জমা পড়েনি। তবে আজ সন্ধ্যা পর্যন্ত ১০টি অভিযোগ পড়েছে।’
জানা গেছে, গত ৫ আগষ্ট থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পর কয়েকদিন অরক্ষিত ছিল। এরপর আনসার ও সেনাবাহিনী থানায় অবস্থান নেয়। গত সোমবার কয়েকজন পরিদর্শক থানায় যোগ দেন। এর আগে ওই দিন ঢাকার পুলিশ সুপার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিততে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।
গতকাল মঙ্গলবার ও আজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অধিকাংশ কর্মকর্তা আর কনস্টেবল থানায় যোগ দিয়েছেন। সন্ধ্যায় সাভার থানায় গিয়ে দেখা যায়, এখনো শিক্ষার্থীরা ধ্বংসস্তূপ অপসারণ করছে। আনসার ও সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অধিকাংশ কর্মকর্তা ও কনস্টেবল থানায় যোগদান করেছেন। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বাকিরা যোগদান করবেন।’
তিনি আরও বলেন, ‘একদিকে থানার ধ্বংসস্তূপ অপসারণের কাজ চলছে। অন্যদিকে নাগরিকদের সেবা দেওয়া হচ্ছে। কিন্তু কম্পিউটার ও আসবাবপত্র না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’
৫ আগষ্ট লুটপাট ও অগ্নিসংযোগের ধ্বংসস্তূপের মধ্যেই মঙ্গলবার থেকে সাভার থানার কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শুরুর পর থানায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ৪২টি সাধারণ ডায়েরি (জিডি) ও ১০টি অভিযোগ জমা পড়েছে।
থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) ফারজানা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সকাল থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩২টি জিডি হয়েছে। গত মঙ্গলবার কোনো অভিযোগ জমা পড়েনি। তবে আজ সন্ধ্যা পর্যন্ত ১০টি অভিযোগ পড়েছে।’
জানা গেছে, গত ৫ আগষ্ট থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পর কয়েকদিন অরক্ষিত ছিল। এরপর আনসার ও সেনাবাহিনী থানায় অবস্থান নেয়। গত সোমবার কয়েকজন পরিদর্শক থানায় যোগ দেন। এর আগে ওই দিন ঢাকার পুলিশ সুপার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিততে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।
গতকাল মঙ্গলবার ও আজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অধিকাংশ কর্মকর্তা আর কনস্টেবল থানায় যোগ দিয়েছেন। সন্ধ্যায় সাভার থানায় গিয়ে দেখা যায়, এখনো শিক্ষার্থীরা ধ্বংসস্তূপ অপসারণ করছে। আনসার ও সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অধিকাংশ কর্মকর্তা ও কনস্টেবল থানায় যোগদান করেছেন। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বাকিরা যোগদান করবেন।’
তিনি আরও বলেন, ‘একদিকে থানার ধ্বংসস্তূপ অপসারণের কাজ চলছে। অন্যদিকে নাগরিকদের সেবা দেওয়া হচ্ছে। কিন্তু কম্পিউটার ও আসবাবপত্র না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২১ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২৯ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে