নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবাদ সম্মেলনের আয়োজন করে ডা. সংযুক্তা সাহা মানহানিকর বক্তব্য দিয়েছেন এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে সেন্ট্রাল হাসপাতাল। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করা হয়। সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের পক্ষে সচিব দিদারুল আলম মামলাটি দায়ের করেন। বিচারক মাসুদুল হক মামলাটি গ্রহণ করে ২৫ জুলাই ডা. সংযুক্তা সাহাকে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে জবাব দেওয়ার জন্য দিন ধার্য করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. মাজহারুল ইসলাম সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রসূতি মাহবুবা রহমান আঁখি ও তাঁর নবজাতকের মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনা নিয়ে আঁখির স্বামী থানায় মামলা করেন। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে এই মামলা দায়ের করার পর ডা. সংযুক্তা সাহা গত ২০ জুন সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তাঁর নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আঁখি তাঁর রোগী নন এবং হাসপাতাল তাঁর সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা বক্তব্য ও ভিত্তিহীন।
ডা. সংযুক্তা সাহার এই বক্তব্য সেন্ট্রাল হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাঁর বক্তব্যে হাসপাতালের ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় আরও বলা হয় সংযুক্তা সাহার এই বক্তব্য প্রত্যাহারের জন্য ইতিপূর্বে গত ২১ জুন উকিল নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি বক্তব্য প্রত্যাহার করেননি এমনকি তাঁর বক্তব্যের জন্য কোনো প্রকার দুঃখপ্রকাশ করেননি।
উল্লেখ্য, গত ২০ জুন রাজধানীর পরিবাগের বাসায় এক সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা দাবি করেন, নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল তাঁর নাম ব্যবহার করে অনিয়ম করেছে।
তিনি আরও বলেন, ‘আঁখি যখন হাসপাতালে, তখন আমি দেশে ছিলাম না। আমার কাছে টিকিট ও বোর্ডিং পাস আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটরিং করিনি। সব মিথ্যা। নিজেদের গাফিলতি লুকানোর জন্য তারা এখন আমার নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে।’
সংবাদ সম্মেলনের আয়োজন করে ডা. সংযুক্তা সাহা মানহানিকর বক্তব্য দিয়েছেন এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে সেন্ট্রাল হাসপাতাল। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করা হয়। সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের পক্ষে সচিব দিদারুল আলম মামলাটি দায়ের করেন। বিচারক মাসুদুল হক মামলাটি গ্রহণ করে ২৫ জুলাই ডা. সংযুক্তা সাহাকে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে জবাব দেওয়ার জন্য দিন ধার্য করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. মাজহারুল ইসলাম সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রসূতি মাহবুবা রহমান আঁখি ও তাঁর নবজাতকের মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনা নিয়ে আঁখির স্বামী থানায় মামলা করেন। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে এই মামলা দায়ের করার পর ডা. সংযুক্তা সাহা গত ২০ জুন সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তাঁর নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আঁখি তাঁর রোগী নন এবং হাসপাতাল তাঁর সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা বক্তব্য ও ভিত্তিহীন।
ডা. সংযুক্তা সাহার এই বক্তব্য সেন্ট্রাল হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাঁর বক্তব্যে হাসপাতালের ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় আরও বলা হয় সংযুক্তা সাহার এই বক্তব্য প্রত্যাহারের জন্য ইতিপূর্বে গত ২১ জুন উকিল নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি বক্তব্য প্রত্যাহার করেননি এমনকি তাঁর বক্তব্যের জন্য কোনো প্রকার দুঃখপ্রকাশ করেননি।
উল্লেখ্য, গত ২০ জুন রাজধানীর পরিবাগের বাসায় এক সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা দাবি করেন, নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল তাঁর নাম ব্যবহার করে অনিয়ম করেছে।
তিনি আরও বলেন, ‘আঁখি যখন হাসপাতালে, তখন আমি দেশে ছিলাম না। আমার কাছে টিকিট ও বোর্ডিং পাস আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটরিং করিনি। সব মিথ্যা। নিজেদের গাফিলতি লুকানোর জন্য তারা এখন আমার নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে।’
নড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৮ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৩৭ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১ ঘণ্টা আগে