নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগার পর ট্রেন থেকে তড়িঘড়ি নামতে গিয়ে আহত হয়েছেন একজন। আহত ওই ব্যক্তির নাম আব্দুল কাদের (৫৩)। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার।
আব্দুল কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মী কবির হোসেন। তিনি জানান, আহত আব্দুল কাদের হামীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবহন শাখায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে মাথায় আঘাত পান আব্দুল কাদের। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
কবির হোসেন আরও জানান, আব্দুল কাদেরের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ধুনিয়াগাঁও গ্রাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় তাড়াহুড়া করে নামতে গিয়ে এক ব্যক্তি আহত হয়ে ঢাকা মেডিকেলে আসেন। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে অবজারভেশনে রাখা হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
আরও পড়ুন:
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগার পর ট্রেন থেকে তড়িঘড়ি নামতে গিয়ে আহত হয়েছেন একজন। আহত ওই ব্যক্তির নাম আব্দুল কাদের (৫৩)। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার।
আব্দুল কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মী কবির হোসেন। তিনি জানান, আহত আব্দুল কাদের হামীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবহন শাখায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে মাথায় আঘাত পান আব্দুল কাদের। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
কবির হোসেন আরও জানান, আব্দুল কাদেরের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ধুনিয়াগাঁও গ্রাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় তাড়াহুড়া করে নামতে গিয়ে এক ব্যক্তি আহত হয়ে ঢাকা মেডিকেলে আসেন। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে অবজারভেশনে রাখা হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
আরও পড়ুন:
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৫ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে