নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগী-নির্ভর বাজারব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছে জাগ্রত বাংলাদেশ (জেবিডি)। এই ইস্যুতে জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার প্রত্যয় জানিয়েছে দলটির নেতারা।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘হটাও সিন্ডিকেট বাঁচাও দেশ—জনতার বাংলাদেশ’ স্লোগানে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের দুর্ভোগ থেকে মুক্ত করার জন্য সরকার ও প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল বাংলাদেশের আপামর জনতা। সময়-সময় শুধু দ্রব্যমূল্য বাড়ছে তাই-ই নয়, এটি একটি স্থায়ী সিস্টেমে পরিণত হয়েছে। অনিয়মই যেন এখানে নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। এই সমস্যা সমাধানের স্থায়ী ব্যবস্থা দরকার। এ জন্য শুরুতেই প্রশাসন, সরকার ও রাজনৈতিক শক্তিগুলোকে একত্রে কাজ করতে হবে। ভেঙে দিতে হবে সিন্ডিকেট বাণিজ্য, রোধ করতে হবে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি।
সংগঠনের সভাপতি আজমুল জিহাদ তাঁর বক্তব্যে অবিলম্বে সিন্ডিকেটমুক্ত বাজারব্যবস্থার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘হটাও সিন্ডিকেট বাঁচাও দেশ—জনতার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে আমরা আজ জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে এসে দাঁড়িয়েছি। আজকে দ্রব্যমূল্য যেভাবে হু হু করে বাড়ছে, সেখানে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর এর জন্য দায়ী মুনাফালোভী সিন্ডিকেট। যারা সাধারণ মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্যকে আকাশচুম্বীতে নিয়ে যাচ্ছে। এসব ব্যবসায়ীর হাতে সরকার থেকে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। সরকারকে এখনই যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
রমজানের ইফতারিতে আঙুর ও খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দেওয়ায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কঠোর সমালোচনা করে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পেরে আমার জনগণকে আঙুর-খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দিয়েছেন এক মন্ত্রী।’ আমি বলব, ‘বরই আমার জনগণ না, তুই খা বরই।’
এ সময় তিনি সিন্ডিকেটমুক্ত ও মধ্যস্বত্বভোগী বাজারব্যবস্থার তীব্র সমালোচনা করে সরকারকে এ ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। অবিলম্বে জনগণকে সঙ্গে নিয়ে জাগ্রত বাংলাদেশ রাজপথে সরব থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই নেতা।
সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুন তাঁর বক্তব্যে বলেন, ‘অবিলম্বে বাজার অস্থিতিশীল করা মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। আর না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে জাগ্রত বাংলাদেশ রাজপথে আন্দোলনের মাধ্যমে এসব মুনাফালোভী সিন্ডিকেটবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
সংগঠনের সভাপতি আজমুল জিহাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া, সহসভাপতি এ ইউ জেড প্রিন্স, নাট্যনির্মাতা সাকিল সৈকত, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুন, আইন সম্পাদক এ বি এম জোবায়ের, সাংস্কৃতিক সম্পাদক রোমান কবির, কেন্দ্রীয় সদস্য রায়হান তানভীর, রবিউল হায়দার রবি, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ফয়সাল ফরহাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মহসিন অপু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আসিফ আদনান প্রমুখ।
সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগী-নির্ভর বাজারব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছে জাগ্রত বাংলাদেশ (জেবিডি)। এই ইস্যুতে জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার প্রত্যয় জানিয়েছে দলটির নেতারা।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘হটাও সিন্ডিকেট বাঁচাও দেশ—জনতার বাংলাদেশ’ স্লোগানে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের দুর্ভোগ থেকে মুক্ত করার জন্য সরকার ও প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল বাংলাদেশের আপামর জনতা। সময়-সময় শুধু দ্রব্যমূল্য বাড়ছে তাই-ই নয়, এটি একটি স্থায়ী সিস্টেমে পরিণত হয়েছে। অনিয়মই যেন এখানে নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। এই সমস্যা সমাধানের স্থায়ী ব্যবস্থা দরকার। এ জন্য শুরুতেই প্রশাসন, সরকার ও রাজনৈতিক শক্তিগুলোকে একত্রে কাজ করতে হবে। ভেঙে দিতে হবে সিন্ডিকেট বাণিজ্য, রোধ করতে হবে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি।
সংগঠনের সভাপতি আজমুল জিহাদ তাঁর বক্তব্যে অবিলম্বে সিন্ডিকেটমুক্ত বাজারব্যবস্থার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘হটাও সিন্ডিকেট বাঁচাও দেশ—জনতার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে আমরা আজ জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে এসে দাঁড়িয়েছি। আজকে দ্রব্যমূল্য যেভাবে হু হু করে বাড়ছে, সেখানে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর এর জন্য দায়ী মুনাফালোভী সিন্ডিকেট। যারা সাধারণ মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্যকে আকাশচুম্বীতে নিয়ে যাচ্ছে। এসব ব্যবসায়ীর হাতে সরকার থেকে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। সরকারকে এখনই যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
রমজানের ইফতারিতে আঙুর ও খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দেওয়ায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কঠোর সমালোচনা করে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পেরে আমার জনগণকে আঙুর-খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দিয়েছেন এক মন্ত্রী।’ আমি বলব, ‘বরই আমার জনগণ না, তুই খা বরই।’
এ সময় তিনি সিন্ডিকেটমুক্ত ও মধ্যস্বত্বভোগী বাজারব্যবস্থার তীব্র সমালোচনা করে সরকারকে এ ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। অবিলম্বে জনগণকে সঙ্গে নিয়ে জাগ্রত বাংলাদেশ রাজপথে সরব থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই নেতা।
সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুন তাঁর বক্তব্যে বলেন, ‘অবিলম্বে বাজার অস্থিতিশীল করা মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। আর না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে জাগ্রত বাংলাদেশ রাজপথে আন্দোলনের মাধ্যমে এসব মুনাফালোভী সিন্ডিকেটবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
সংগঠনের সভাপতি আজমুল জিহাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া, সহসভাপতি এ ইউ জেড প্রিন্স, নাট্যনির্মাতা সাকিল সৈকত, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুন, আইন সম্পাদক এ বি এম জোবায়ের, সাংস্কৃতিক সম্পাদক রোমান কবির, কেন্দ্রীয় সদস্য রায়হান তানভীর, রবিউল হায়দার রবি, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ফয়সাল ফরহাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মহসিন অপু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আসিফ আদনান প্রমুখ।
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১২ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে