নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৩৮ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার বেলা ২টা পর্যন্ত কয়েদিরা তাঁদের স্ব স্ব আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। এ নিয়ে গত তিন দিনে জেলায় ৩৩১ কয়েদি আত্মসমর্পণ করলেন।
আদালতে আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন।
আত্মসমর্পণ করা ৩৩১ জন কয়েদির মধ্যে গত সোমবার আদালতে ৫ জন, মঙ্গলবার আদালতে ১২৮ জন ও বুধবার ১৩৮ জন কয়েদি আত্মসমর্পণ করেন। এ ছাড়া জেলার ৭টি থানায়ও আত্মসমর্পণ করেন আরও ৬০ জন কয়েদি।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন দুপুরে জানান, আজ বেলা ২টা পর্যন্ত আত্মসমর্পণ নেওয়া হয়। এ সময় হত্যা মামলার সাজাপ্রাপ্ত কয়েদিসহ বিভিন্ন মামলার কয়েদিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন। নতুন করে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশনা পেলে আরও যাঁরা আত্মসমর্পণ করতে আসবেন, নেওয়া হবে।
এদিকে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কারাগারে হামলার ঘটনায় এ পর্যন্ত ১০২ জনকে গ্রেপ্তার, ১ হাজার ৮৫টি গুলি ও ৩৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
১৯ জুলাই (শুক্রবার) বিকেলে সহিংসতার সময় নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে বন্দীরা পালিয়ে যান। পরে পলাতক কয়েদিরা আত্মসমর্পণ না করলে জেল পলায়ন, হামলা, লুটপাট, ভাঙচুরসহ বিভিন্ন মামলার আসামি করা হবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ হতে মাইকিং করা হয়।
আরও পড়ুন—
নরসিংদীর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৩৮ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার বেলা ২টা পর্যন্ত কয়েদিরা তাঁদের স্ব স্ব আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। এ নিয়ে গত তিন দিনে জেলায় ৩৩১ কয়েদি আত্মসমর্পণ করলেন।
আদালতে আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন।
আত্মসমর্পণ করা ৩৩১ জন কয়েদির মধ্যে গত সোমবার আদালতে ৫ জন, মঙ্গলবার আদালতে ১২৮ জন ও বুধবার ১৩৮ জন কয়েদি আত্মসমর্পণ করেন। এ ছাড়া জেলার ৭টি থানায়ও আত্মসমর্পণ করেন আরও ৬০ জন কয়েদি।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন দুপুরে জানান, আজ বেলা ২টা পর্যন্ত আত্মসমর্পণ নেওয়া হয়। এ সময় হত্যা মামলার সাজাপ্রাপ্ত কয়েদিসহ বিভিন্ন মামলার কয়েদিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন। নতুন করে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশনা পেলে আরও যাঁরা আত্মসমর্পণ করতে আসবেন, নেওয়া হবে।
এদিকে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কারাগারে হামলার ঘটনায় এ পর্যন্ত ১০২ জনকে গ্রেপ্তার, ১ হাজার ৮৫টি গুলি ও ৩৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
১৯ জুলাই (শুক্রবার) বিকেলে সহিংসতার সময় নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে বন্দীরা পালিয়ে যান। পরে পলাতক কয়েদিরা আত্মসমর্পণ না করলে জেল পলায়ন, হামলা, লুটপাট, ভাঙচুরসহ বিভিন্ন মামলার আসামি করা হবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ হতে মাইকিং করা হয়।
আরও পড়ুন—
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২৪ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে