নাজমুল হাসান সাগর, ঢাকা
সময় যত গড়াচ্ছে, ঢাকা সুপার মার্কেটে আগুন তত ছড়িয়ে পড়ছে। তৃতীয় তলার আগুন দ্বিতীয় তলায় ছড়িয়েছে। আগুনের সঙ্গে ধোঁয়ার প্রকোপও বাড়ছে। এই ধোঁয়ায় ভেতরে ঢুকে আগুন নির্বাপণের কাজ করতে অসুবিধা হচ্ছে। এ জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে দেখা গেছে ফায়ার ফাইটারদের।
সকাল ৯টায় ঢাকা সুপার মার্কেটের ৫ নম্বর গলির দরজা দিয়ে দোতলায় প্রবেশ করছিলেন ফায়ার ফাইটাররা। এ সময় একজন ফায়ার ফাইটারকে সিলিন্ডার নিয়ে কাজে যেতে দেখা গেছে। উপস্থিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ভেতরে অনেক ধোঁয়া। কাজের সময় ব্রিদিং প্রবলেম হচ্ছে। তাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে হচ্ছে।’
এদিকে ভেতরে ধোঁয়ার পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া গেছে মালামাল উদ্ধারের কাজে যুক্ত দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে৷ মো. সুমন নামের এক দোকান কর্মচারী বলেন, ‘দোতলার অর্ধেক পর্যন্ত আগুন দেখছি ৷ বাকিডা ধোঁয়া আর ধোঁয়া, ভেতরে কিচ্ছু দেহা যাইতাছে না ভাই। মালামাল বাইর করাও যাইতাছে না৷ খুব খারাপ অবস্থা!’
সুমন বলেন, ‘যা মালামাল, তার কতখানি বাইর করতে পারছি, হেইডা কইতে পারি না ভাই। আগুনের তাপ খুব। আর ধুমায় (ধোঁয়া) সব আন্ধার। কিছুই দেহা যাইতাছিল না। আমরা কয়েকবার ওপরে যাইতে পারছি। এহন আর যাওন সম্ভব না।’
আরও পড়ুন:
সময় যত গড়াচ্ছে, ঢাকা সুপার মার্কেটে আগুন তত ছড়িয়ে পড়ছে। তৃতীয় তলার আগুন দ্বিতীয় তলায় ছড়িয়েছে। আগুনের সঙ্গে ধোঁয়ার প্রকোপও বাড়ছে। এই ধোঁয়ায় ভেতরে ঢুকে আগুন নির্বাপণের কাজ করতে অসুবিধা হচ্ছে। এ জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে দেখা গেছে ফায়ার ফাইটারদের।
সকাল ৯টায় ঢাকা সুপার মার্কেটের ৫ নম্বর গলির দরজা দিয়ে দোতলায় প্রবেশ করছিলেন ফায়ার ফাইটাররা। এ সময় একজন ফায়ার ফাইটারকে সিলিন্ডার নিয়ে কাজে যেতে দেখা গেছে। উপস্থিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ভেতরে অনেক ধোঁয়া। কাজের সময় ব্রিদিং প্রবলেম হচ্ছে। তাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে হচ্ছে।’
এদিকে ভেতরে ধোঁয়ার পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া গেছে মালামাল উদ্ধারের কাজে যুক্ত দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে৷ মো. সুমন নামের এক দোকান কর্মচারী বলেন, ‘দোতলার অর্ধেক পর্যন্ত আগুন দেখছি ৷ বাকিডা ধোঁয়া আর ধোঁয়া, ভেতরে কিচ্ছু দেহা যাইতাছে না ভাই। মালামাল বাইর করাও যাইতাছে না৷ খুব খারাপ অবস্থা!’
সুমন বলেন, ‘যা মালামাল, তার কতখানি বাইর করতে পারছি, হেইডা কইতে পারি না ভাই। আগুনের তাপ খুব। আর ধুমায় (ধোঁয়া) সব আন্ধার। কিছুই দেহা যাইতাছিল না। আমরা কয়েকবার ওপরে যাইতে পারছি। এহন আর যাওন সম্ভব না।’
আরও পড়ুন:
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাসায় মাকে বেঁধে রেখে টাকা, গয়নাসহ শিশু সন্তানকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, এটা পরিকল্পিত ঘটনা। ৮ মাসের জাইফাকে অপহরণ ও মূল্যবান সম্পদ চুরি করা ছিল উদ্দেশ্য। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হননি। গতকাল বৃহস্পতিবার রাতে সাবলেট...
৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবদল, ছাত্রদল ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
১২ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
৩১ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৪১ মিনিট আগে