নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গ্রেপ্তার হওয়া দম্পতি হলেন ফারুক (৫২) ও রানী আক্তার। তাঁদের কাছে সোনার বৈধ কাগজপত্র দেখাতে বললে তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে এই দম্পতির বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার জিয়াউল হক জানান, আজ ভোরে এপিবিএন এবং এনএসআইয়ের যৌথ অভিযানকারী দল বহুতল কার পার্কিং এলাকায় ওই দম্পতিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এপিবিএন ও এনএসআইয়ের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভোর ৪টা ৪০ মিনিটে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং এনএসআইয়ের সদস্যরা তাঁদের আটক করেন।
এরপর বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে আসামি ফারুকের প্যান্টের ডান ও বাম পকেট থেকে সাদা টিস্যু দিয়ে মোড়ানো ৬টি সোনার চেইন, ৯টি চুড়ি, ২টি হারসহ মোট ৭৯৬ গ্রাম সোনার অলংকার পাওয়া যায়। এসব সোনার বাজারমূল্য ৭০ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
জিয়াউল হক আরও জানান, অপর আসামি রানী আক্তারের কাছে থাকা একটি লেডিস ব্যাগের ভেতর থেকে সাদা টিস্যু মোড়ানো সোনার ৬০টি চুড়ি, ৯টি সোনার আংটি, ৫টি কানের দুল, ১টি ব্রেসলেট, ৫টি গলার হার, ৪টি লকেট ও ৩টি চেইন পাওয়া যায়। জব্দ করা এসব স্বর্ণের ওজন ৮০১ গ্রাম ও বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে সোনা চোরাচালান করে আসছিলেন এবং সোনা চোরাচালান দলের সক্রিয় সদস্য। এ ছাড়া সোনাগুলো তাঁরা জনৈক এমদাদ নামক এক ব্যক্তির কাছ থেকে গ্রহণ করেছেন। এই সোনাগুলো সোলাইমান নামের একজন সৌদিপ্রবাসী সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশে পাঠান। এরপর এই স্বর্ণগুলো এমদাদের কাছে আসে আর এমদাদ আসামিদের কাছে দিয়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গ্রেপ্তার হওয়া দম্পতি হলেন ফারুক (৫২) ও রানী আক্তার। তাঁদের কাছে সোনার বৈধ কাগজপত্র দেখাতে বললে তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে এই দম্পতির বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার জিয়াউল হক জানান, আজ ভোরে এপিবিএন এবং এনএসআইয়ের যৌথ অভিযানকারী দল বহুতল কার পার্কিং এলাকায় ওই দম্পতিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এপিবিএন ও এনএসআইয়ের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভোর ৪টা ৪০ মিনিটে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং এনএসআইয়ের সদস্যরা তাঁদের আটক করেন।
এরপর বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে আসামি ফারুকের প্যান্টের ডান ও বাম পকেট থেকে সাদা টিস্যু দিয়ে মোড়ানো ৬টি সোনার চেইন, ৯টি চুড়ি, ২টি হারসহ মোট ৭৯৬ গ্রাম সোনার অলংকার পাওয়া যায়। এসব সোনার বাজারমূল্য ৭০ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
জিয়াউল হক আরও জানান, অপর আসামি রানী আক্তারের কাছে থাকা একটি লেডিস ব্যাগের ভেতর থেকে সাদা টিস্যু মোড়ানো সোনার ৬০টি চুড়ি, ৯টি সোনার আংটি, ৫টি কানের দুল, ১টি ব্রেসলেট, ৫টি গলার হার, ৪টি লকেট ও ৩টি চেইন পাওয়া যায়। জব্দ করা এসব স্বর্ণের ওজন ৮০১ গ্রাম ও বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে সোনা চোরাচালান করে আসছিলেন এবং সোনা চোরাচালান দলের সক্রিয় সদস্য। এ ছাড়া সোনাগুলো তাঁরা জনৈক এমদাদ নামক এক ব্যক্তির কাছ থেকে গ্রহণ করেছেন। এই সোনাগুলো সোলাইমান নামের একজন সৌদিপ্রবাসী সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশে পাঠান। এরপর এই স্বর্ণগুলো এমদাদের কাছে আসে আর এমদাদ আসামিদের কাছে দিয়েছেন।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে