নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিএনপি নির্বাচন নিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে বলে ধারণা করছেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল ও কেমিস্টের কার্যালয় উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
এ সময় শামীম ওসমান বলেন, ‘আমার ধারণা, নির্বাচনের ক্ষেত্রে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি আম্মা গ্রুপ, যারা খালেদা জিয়াকে বেজ করে রাজনীতি করছে। আরেকটি হচ্ছে লন্ডনে থাকা তারেক জিয়ার ফলোয়ার। তিনি ১৫ আগস্ট গ্রেনেড হামলাসহ একাধিক মামলায় অভিযুক্ত। নির্বাচনে এলে ১৫১ সিট পাবে না তারা। তাই স্বাভাবিকভাবেই চাচ্ছে নির্বাচনটা যাতে না হয়।’
শামীম ওসমান বলেন, ‘আমি মার্চ থেকেই মাঠে থাকব। প্রত্যেকটি এলাকায় মানুষের ঘরে ঘরে যাব। এবার সবাইকে নিয়ে নামব। কারণ, একার পক্ষে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ রোধ করা সম্ভব না। তাই ভালো মানুষগুলোকে বলছি, আমাকে একটু সাহায্য করুন। এটা চলমান থাকবে। এরই মধ্যে ডিএনডির কাজ অনেক দূর এগিয়েছে। এখন ফান্ডের জন্য আটকে আছে। আমরা টাকা পাওয়ার চেষ্টা করছি। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল নির্মাণ করার চেষ্টা আছে। এই কাজগুলো হলে জনগণের কল্যাণ হবে।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির সাজানো তত্ত্বাবধায়ক সরকার ছিল ২০০৮ সালে। তখনকার সেনাপ্রধান থেকে শুরু করে সবই তাদের ছিল। তারপরেও তারা মাত্র ২৯টি সিট পেয়েছিল। মার্চ থেকে জুন মাস পর্যন্ত সবার সচেতন থাকা দরকার। বাংলাদেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির বাইরে না। আমাদের ভৌগোলিক সীমান্ত খুব গুরুত্বপূর্ণ। এখন এমন কিছু ঘটনার সৃষ্টি করা হবে, যেগুলো ঘটলে একটি রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। সেটি করলে বাংলাদেশ আফগানিস্তানের চেয়েও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। তাদের প্রচুর লাশ চাই, সেটা আওয়ামী লীগ-বিএনপির হোক, সাধারণ মানুষের হোক। এভাবে নির্বাচনটাকে বন্ধ করার অপচেষ্টা করা হবে। বিএনপির মধ্যেও ভালো লোক আছে, আমার মনে হয় এই বিষয়টা তাদেরও দেখা উচিত।’
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শওকত আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউপি চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলীসহ প্রমুখ।
বিএনপি নির্বাচন নিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে বলে ধারণা করছেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল ও কেমিস্টের কার্যালয় উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
এ সময় শামীম ওসমান বলেন, ‘আমার ধারণা, নির্বাচনের ক্ষেত্রে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি আম্মা গ্রুপ, যারা খালেদা জিয়াকে বেজ করে রাজনীতি করছে। আরেকটি হচ্ছে লন্ডনে থাকা তারেক জিয়ার ফলোয়ার। তিনি ১৫ আগস্ট গ্রেনেড হামলাসহ একাধিক মামলায় অভিযুক্ত। নির্বাচনে এলে ১৫১ সিট পাবে না তারা। তাই স্বাভাবিকভাবেই চাচ্ছে নির্বাচনটা যাতে না হয়।’
শামীম ওসমান বলেন, ‘আমি মার্চ থেকেই মাঠে থাকব। প্রত্যেকটি এলাকায় মানুষের ঘরে ঘরে যাব। এবার সবাইকে নিয়ে নামব। কারণ, একার পক্ষে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ রোধ করা সম্ভব না। তাই ভালো মানুষগুলোকে বলছি, আমাকে একটু সাহায্য করুন। এটা চলমান থাকবে। এরই মধ্যে ডিএনডির কাজ অনেক দূর এগিয়েছে। এখন ফান্ডের জন্য আটকে আছে। আমরা টাকা পাওয়ার চেষ্টা করছি। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল নির্মাণ করার চেষ্টা আছে। এই কাজগুলো হলে জনগণের কল্যাণ হবে।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির সাজানো তত্ত্বাবধায়ক সরকার ছিল ২০০৮ সালে। তখনকার সেনাপ্রধান থেকে শুরু করে সবই তাদের ছিল। তারপরেও তারা মাত্র ২৯টি সিট পেয়েছিল। মার্চ থেকে জুন মাস পর্যন্ত সবার সচেতন থাকা দরকার। বাংলাদেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির বাইরে না। আমাদের ভৌগোলিক সীমান্ত খুব গুরুত্বপূর্ণ। এখন এমন কিছু ঘটনার সৃষ্টি করা হবে, যেগুলো ঘটলে একটি রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। সেটি করলে বাংলাদেশ আফগানিস্তানের চেয়েও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। তাদের প্রচুর লাশ চাই, সেটা আওয়ামী লীগ-বিএনপির হোক, সাধারণ মানুষের হোক। এভাবে নির্বাচনটাকে বন্ধ করার অপচেষ্টা করা হবে। বিএনপির মধ্যেও ভালো লোক আছে, আমার মনে হয় এই বিষয়টা তাদেরও দেখা উচিত।’
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শওকত আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউপি চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলীসহ প্রমুখ।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৩২ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে