কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম ও সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উভয় পক্ষের ১০ জন শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও ১১ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এ ঘটনার পরপরই কোনো ধরনের নোটিশ ছাড়াই কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সকল রুটের বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিক ইউনিয়ন।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের আন্তজেলা গাইটাল বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে যাতায়াত পরিবহনের কাউন্টারে কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম ও কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম মানিক এসে গাড়ি বন্ধ রাখতে বলেন। যাতায়াত পরিবহনের পরিচালক ও কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্রমিক কাঞ্চন, বাবু গাড়ি বন্ধ রাখার কারণ জিজ্ঞেস করতে গেলে তাদের মারধর করা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় যাতায়াত পরিবহনের কাউন্টার বক্স ভাঙচুর করে বাসটার্মিনালের পেছনে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে। ঘটনার পরপরই শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। এতে যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন।
এ সময় এক ভুক্তভোগী যাত্রী বলেন, ‘তাদের গন্ডগোলের কারণে আমরা কেন যন্ত্রণা ভোগ করব। আমাদের কি দোষ! আমাদের জরুরি ঢাকা যাওয়া লাগবে। বেসরকারি চাকরিটাও আর পাব না, কীভাবে পাব পরীক্ষা তো আর দিতে পারছি না এসবের কারণে।’
কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম বলেন, ‘মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ সিদ্ধান্ত বাস্তবায়নে বাসটার্মিনালে কাজ হবে। যাতায়াত পরিবহনের চেয়ারম্যান মানিক সরকারের কাছ থেকে সাধারণ মালিকেরা ১০-১৫ লাখ টাকা পাবে। এই টাকা পরিশোধ না করা পর্যন্ত গাড়ি চালানো বন্ধ থাকবে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আমাদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সকল রুটের বাস চলাচল বন্ধ রেখেছি।’
যাতায়াত পরিবহনের পরিচালক ও কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যাতায়াত পরিবহনের ৫০টি বাস ১৮ দিন যাবৎ বন্ধ। শফিকুল ইসলাম মানিক ৫ লাখ টাকা চাঁদা চাইছিল। চাঁদা না দিলে একটি গাড়িও চলবে না। সোমবার বিকেলে আমরা বাস চালু করলে আমাদের কাউন্টার মানিক পেছনে নিতে বলে। আমরা কাউন্টার পেছনে কেন নিব জিজ্ঞেস করলে আমাদের ওপর হামলা চালায়। আমাদের একজন শ্রমিক নেতা কাঞ্চন মারাত্মক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আমি নিজেও আহত হয়েছি।’
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক বলেন, ‘শ্রমিক ইউনিয়নের সভাপতিকে কে বা কারা মারধর করেছে এ কারণে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সব গাড়ি বন্ধ করে দিয়েছে। মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন নিয়েই চলবে। শ্রমিক ইউনিয়ন যা করবে এতে আমাদের সমর্থন রয়েছে।’
যাতায়াত পরিবহনের চেয়ারম্যান মানিক সরকার বলেন, ‘শ্রমিক নামধারী সন্ত্রাসী শফিকুল ইসলাম মানিক আমাকে বলে ‘‘যাতায়াত পরিবহন বাসটার্মিনাল থেকে চালাতে হলে আমাকে এককালীন ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে এবং মাসে ১ লাখ টাকা করে দিয়ে যেতে হবে।’ ’ চাঁদা না দেওয়ার কারণে গত ১ ডিসেম্বর আমার যাতায়াত পরিবহনের ৫০টি বাস বন্ধ করে দিই। সোমবার বিকেলে বাস চালু করতে চাইলে শফিকুল ইসলাম মানিক ও কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুমের নেতৃত্বে হামলা চালায়।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও হোসেনপুর সার্কেল) মোহাম্মদ আল-আমিন হোসাইন বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও ১১ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে।’
কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম ও সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উভয় পক্ষের ১০ জন শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও ১১ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এ ঘটনার পরপরই কোনো ধরনের নোটিশ ছাড়াই কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সকল রুটের বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিক ইউনিয়ন।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের আন্তজেলা গাইটাল বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে যাতায়াত পরিবহনের কাউন্টারে কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম ও কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম মানিক এসে গাড়ি বন্ধ রাখতে বলেন। যাতায়াত পরিবহনের পরিচালক ও কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্রমিক কাঞ্চন, বাবু গাড়ি বন্ধ রাখার কারণ জিজ্ঞেস করতে গেলে তাদের মারধর করা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় যাতায়াত পরিবহনের কাউন্টার বক্স ভাঙচুর করে বাসটার্মিনালের পেছনে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে। ঘটনার পরপরই শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। এতে যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন।
এ সময় এক ভুক্তভোগী যাত্রী বলেন, ‘তাদের গন্ডগোলের কারণে আমরা কেন যন্ত্রণা ভোগ করব। আমাদের কি দোষ! আমাদের জরুরি ঢাকা যাওয়া লাগবে। বেসরকারি চাকরিটাও আর পাব না, কীভাবে পাব পরীক্ষা তো আর দিতে পারছি না এসবের কারণে।’
কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম বলেন, ‘মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ সিদ্ধান্ত বাস্তবায়নে বাসটার্মিনালে কাজ হবে। যাতায়াত পরিবহনের চেয়ারম্যান মানিক সরকারের কাছ থেকে সাধারণ মালিকেরা ১০-১৫ লাখ টাকা পাবে। এই টাকা পরিশোধ না করা পর্যন্ত গাড়ি চালানো বন্ধ থাকবে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আমাদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সকল রুটের বাস চলাচল বন্ধ রেখেছি।’
যাতায়াত পরিবহনের পরিচালক ও কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যাতায়াত পরিবহনের ৫০টি বাস ১৮ দিন যাবৎ বন্ধ। শফিকুল ইসলাম মানিক ৫ লাখ টাকা চাঁদা চাইছিল। চাঁদা না দিলে একটি গাড়িও চলবে না। সোমবার বিকেলে আমরা বাস চালু করলে আমাদের কাউন্টার মানিক পেছনে নিতে বলে। আমরা কাউন্টার পেছনে কেন নিব জিজ্ঞেস করলে আমাদের ওপর হামলা চালায়। আমাদের একজন শ্রমিক নেতা কাঞ্চন মারাত্মক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আমি নিজেও আহত হয়েছি।’
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক বলেন, ‘শ্রমিক ইউনিয়নের সভাপতিকে কে বা কারা মারধর করেছে এ কারণে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সব গাড়ি বন্ধ করে দিয়েছে। মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন নিয়েই চলবে। শ্রমিক ইউনিয়ন যা করবে এতে আমাদের সমর্থন রয়েছে।’
যাতায়াত পরিবহনের চেয়ারম্যান মানিক সরকার বলেন, ‘শ্রমিক নামধারী সন্ত্রাসী শফিকুল ইসলাম মানিক আমাকে বলে ‘‘যাতায়াত পরিবহন বাসটার্মিনাল থেকে চালাতে হলে আমাকে এককালীন ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে এবং মাসে ১ লাখ টাকা করে দিয়ে যেতে হবে।’ ’ চাঁদা না দেওয়ার কারণে গত ১ ডিসেম্বর আমার যাতায়াত পরিবহনের ৫০টি বাস বন্ধ করে দিই। সোমবার বিকেলে বাস চালু করতে চাইলে শফিকুল ইসলাম মানিক ও কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুমের নেতৃত্বে হামলা চালায়।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও হোসেনপুর সার্কেল) মোহাম্মদ আল-আমিন হোসাইন বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও ১১ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে