কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ২১: ১৮

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নবী হোসেনের ছেলে। 

র‍্যাব ১১–এর এএসপি সদন বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‍্যাব জানায়, গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে বন্দীরা বিদ্রোহ করে কয়েকজন পালিয়ে যান। তাঁদের মধ্যে ছিলেন ফিরোজ। তিনি ২০০৬ সালে সালেহা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেন। 

এই ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফিরোজ। ২০১৪ সালে আদালত তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। ২০২৩ সালে র‍্যাব ১১–এর একটি দল ফিরোজকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। পালিয়ে আসা ফিরোজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত