নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শ্যামলীর মিরপুর রোডে ২০ তলা বিশিষ্ট রুপায়ণ শেলটেক ভবনে লাগা আগুনে অনেকে আটকা পড়েছেন।
ভবনের কয়েকটি তলায় খুঁজে ৪ নারীসহ অন্তত ১৮ জনকে নিরাপদে নামিয়ে এনেছে সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে আরো বেশ কয়েকজন ভেতরে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। রাত ১টা ১৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
সরেজমিনে দেখা যায়, বহুতল ভবনটিতে মোহাম্মদপুর থানা নির্বাচন অফিসারের কার্যালয় ছাড়াও বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। কোনো আবাসিক ফ্ল্যাট নেই। আগুন লাগার পর ভবনটির সামনের মিরপুর রোডে গাবতলীগামী যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলাতে আগুন লাগে। ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার, আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। কোনো হতাহতের খবরও নেই। সাত তলার ওপরে বেশ কয়েকজন মানুষ ছিলেন। আগুন লাগার পর তারা আতঙ্কিত হয়ে পড়ে। তাঁদের নামিয়ে আনা হচ্ছে।
এদিকে আগুনের খবর পেয়ে ওই ভবনে ব্যবসা প্রতিষ্ঠান থাকা মালিক কর্মচারীরা ছুটে এসেছেন। চারপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আদাবর ও দারুস সালাম থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক ঘটনাস্থল থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও কাজ করছে। আমরা এখানে জরুরি কাজের জন্য গাড়িসহ সমস্ত ব্যবস্থা রেখেছি।'
রাজধানীর শ্যামলীর মিরপুর রোডে ২০ তলা বিশিষ্ট রুপায়ণ শেলটেক ভবনে লাগা আগুনে অনেকে আটকা পড়েছেন।
ভবনের কয়েকটি তলায় খুঁজে ৪ নারীসহ অন্তত ১৮ জনকে নিরাপদে নামিয়ে এনেছে সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে আরো বেশ কয়েকজন ভেতরে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। রাত ১টা ১৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
সরেজমিনে দেখা যায়, বহুতল ভবনটিতে মোহাম্মদপুর থানা নির্বাচন অফিসারের কার্যালয় ছাড়াও বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। কোনো আবাসিক ফ্ল্যাট নেই। আগুন লাগার পর ভবনটির সামনের মিরপুর রোডে গাবতলীগামী যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলাতে আগুন লাগে। ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার, আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। কোনো হতাহতের খবরও নেই। সাত তলার ওপরে বেশ কয়েকজন মানুষ ছিলেন। আগুন লাগার পর তারা আতঙ্কিত হয়ে পড়ে। তাঁদের নামিয়ে আনা হচ্ছে।
এদিকে আগুনের খবর পেয়ে ওই ভবনে ব্যবসা প্রতিষ্ঠান থাকা মালিক কর্মচারীরা ছুটে এসেছেন। চারপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আদাবর ও দারুস সালাম থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক ঘটনাস্থল থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও কাজ করছে। আমরা এখানে জরুরি কাজের জন্য গাড়িসহ সমস্ত ব্যবস্থা রেখেছি।'
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২১ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে