নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের সমন্বয় দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশান-২ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে ‘ডেঙ্গু মোকাবিলায় বছরব্যাপী আমাদের প্রস্তুতি এবং করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ডিএনসিসি মেয়রের উদ্দেশে ডা. আব্দুল্লাহ বলেন, ‘বছরব্যাপী পরিকল্পনা করেছেন—এটা ভালো উদ্যোগ। তবে সমন্বয়ের অভাব রয়েছে। আজকে ঢাকা দক্ষিণ সিটি থাকলে মনে হয় ভালো হতো। আপনারা মশা মেরে শেষ করবেন, সব মশা দৌড়ে দক্ষিণ সিটিতে চলে যাবে। ফলে দুই সিটি একসঙ্গে উদ্যোগ না নিলে হবে না।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাসার বলেন, মশা নিয়ন্ত্রণকে দুই ভাগে ভাগ করতে হবে। একটি হচ্ছে সিটি করপোরেশনের পার্ট, আরেকটি হচ্ছে জনগণের পার্ট। সিটি করপোরেশন দায় চাপায় জনগণের ওপর, আবার জনগণ দায় চাপায় সিটি করপোরেশনের ওপর। এ মুহূর্তে ঢাকায় ৯৯ শতাংশ কিউলেক্স মশা আছে, আর ১ শতাংশ এডিস মশা আছে। এই ১ শতাংশ এডিস মশাই জনস্বাস্থ্যে সমস্যা তৈরি করে।
বৈঠকে আগের বছরের বিটিআই (জৈব কীটনাশক) জালিয়াতির তথ্য তুলে ধরে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘কোনো ঠিকাদার কোম্পানির কাছ থেকে মশকনিধনের ওষুধ আর কেনা হবে না। এর আগে বিটিআই আমরা এনেছিলাম ৫ টন, যার বাজারমূল্য ছিল ৭০ লাখ টাকা। সেখানে সব টেস্টে বিটিআইয়ের কোনো সমস্যা ছিল না। এর মান কোনো দিক দিয়ে কম ছিল না। ঠিকাদার কোম্পানি বিটিআইয়ের কান্ট্রি অব অরজিন মিস ডিক্লারেশন করেছিল। মিস ডিক্লারেশন করে যে কোম্পানি বিটিআই এনেছে, সেই কোম্পানির বিরুদ্ধে আমরা মামলা করেছি। সেই কোম্পানির প্রোডাক্টটি আমরা বাজেয়াপ্ত ঘোষণা করেছি। ৭০ লাখ টাকার একটি টাকাও সেই কোম্পানিকে দেওয়া হয়নি। তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সেই কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। এই কোম্পানির বিরুদ্ধে যা যা ব্যবস্থা দরকার ছিল সবই নেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে লিখিত বক্তব্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এডিস মশা নিয়ন্ত্রণে ছয় ধরনের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। ডিএনসিসি স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, এডিস মশা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জগুলো হচ্ছে—১. অপরিকল্পিত নগরায়ণ, ২. জনসচেতনা ও জনসম্পৃক্ততার ঘাটতি, ৩. নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিক এবং কর্মচারীদের জ্ঞানের অভাব এবং অসহযোগিতা, ৪. পরিত্যাক্ত এবং অপরিকল্পিত ছাদবাগান, ৫. বেজমেন্ট পার্কিংয়ে জমাকৃত পানি এবং ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যার তথ্যে অপ্রতুলতা।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন নিপসম পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির, সিডিসির সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজির আহমেদ প্রমুখ।
এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের সমন্বয় দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশান-২ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে ‘ডেঙ্গু মোকাবিলায় বছরব্যাপী আমাদের প্রস্তুতি এবং করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ডিএনসিসি মেয়রের উদ্দেশে ডা. আব্দুল্লাহ বলেন, ‘বছরব্যাপী পরিকল্পনা করেছেন—এটা ভালো উদ্যোগ। তবে সমন্বয়ের অভাব রয়েছে। আজকে ঢাকা দক্ষিণ সিটি থাকলে মনে হয় ভালো হতো। আপনারা মশা মেরে শেষ করবেন, সব মশা দৌড়ে দক্ষিণ সিটিতে চলে যাবে। ফলে দুই সিটি একসঙ্গে উদ্যোগ না নিলে হবে না।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাসার বলেন, মশা নিয়ন্ত্রণকে দুই ভাগে ভাগ করতে হবে। একটি হচ্ছে সিটি করপোরেশনের পার্ট, আরেকটি হচ্ছে জনগণের পার্ট। সিটি করপোরেশন দায় চাপায় জনগণের ওপর, আবার জনগণ দায় চাপায় সিটি করপোরেশনের ওপর। এ মুহূর্তে ঢাকায় ৯৯ শতাংশ কিউলেক্স মশা আছে, আর ১ শতাংশ এডিস মশা আছে। এই ১ শতাংশ এডিস মশাই জনস্বাস্থ্যে সমস্যা তৈরি করে।
বৈঠকে আগের বছরের বিটিআই (জৈব কীটনাশক) জালিয়াতির তথ্য তুলে ধরে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘কোনো ঠিকাদার কোম্পানির কাছ থেকে মশকনিধনের ওষুধ আর কেনা হবে না। এর আগে বিটিআই আমরা এনেছিলাম ৫ টন, যার বাজারমূল্য ছিল ৭০ লাখ টাকা। সেখানে সব টেস্টে বিটিআইয়ের কোনো সমস্যা ছিল না। এর মান কোনো দিক দিয়ে কম ছিল না। ঠিকাদার কোম্পানি বিটিআইয়ের কান্ট্রি অব অরজিন মিস ডিক্লারেশন করেছিল। মিস ডিক্লারেশন করে যে কোম্পানি বিটিআই এনেছে, সেই কোম্পানির বিরুদ্ধে আমরা মামলা করেছি। সেই কোম্পানির প্রোডাক্টটি আমরা বাজেয়াপ্ত ঘোষণা করেছি। ৭০ লাখ টাকার একটি টাকাও সেই কোম্পানিকে দেওয়া হয়নি। তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সেই কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। এই কোম্পানির বিরুদ্ধে যা যা ব্যবস্থা দরকার ছিল সবই নেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে লিখিত বক্তব্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এডিস মশা নিয়ন্ত্রণে ছয় ধরনের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। ডিএনসিসি স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, এডিস মশা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জগুলো হচ্ছে—১. অপরিকল্পিত নগরায়ণ, ২. জনসচেতনা ও জনসম্পৃক্ততার ঘাটতি, ৩. নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিক এবং কর্মচারীদের জ্ঞানের অভাব এবং অসহযোগিতা, ৪. পরিত্যাক্ত এবং অপরিকল্পিত ছাদবাগান, ৫. বেজমেন্ট পার্কিংয়ে জমাকৃত পানি এবং ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যার তথ্যে অপ্রতুলতা।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন নিপসম পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির, সিডিসির সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজির আহমেদ প্রমুখ।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে