নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে এলাকাবাসীর মারধরের শিকার পুলিশের এসআই আশরাফুল ইসলাম জড়িয়ে পড়েছিলেন জমির কারবারে। তিনি সরকারি পিস্তল দেখিয়ে জমি দখলে নিতেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই জমি বিক্রির নামে তিনি আবার টাকা সংগ্রহ করতেন। কিন্তু জমিও দিতেন না, টাকাও ফেরত দিতেন না। টাকা চাইলে ভয় দেখাতেন মিথ্যা মামলায় জড়ানোর।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) এই এসআই গত বুধবার নগরীর টুলটুলিপাড়া মোড়ে মারধরের শিকার হন। তিনি পিস্তল বের করে গুলি করার চেষ্টা করলে এলাকাবাসী তাঁর কাছ থেকে অস্ত্র কেড়ে নেন। পরে তা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর সবাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এসআই। এ নিয়ে ভুক্তভোগী এক ব্যক্তি গতকাল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর নাম মিজানুর রহমান। হার্ডওয়্যার ব্যবসায়ী মিজানুরকেই বুধবার গুলি করতে পিস্তল বের করেছিলেন আশরাফুল। মিজানুরের বাড়ি পাশের হড়গ্রাম পূর্বপাড়া মহল্লায়।
লিখিত অভিযোগে তিনি বলেছেন, তিনি আশীষ চন্দ্র ঘোষ নামের সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির সাড়ে ৭ কাঠা জমি কিনতে বায়না করেছেন। কিন্তু প্রায় ৮ মাস আগে এসআই আশরাফুল আশীষ চন্দ্র ঘোষের এই জমিটি অস্ত্র দেখিয়ে দখল করে নিয়েছেন। এ নিয়ে আশরাফুলের সঙ্গে তাঁর বিরোধ। বুধবার এসআই আশরাফুল ইসলাম তাঁর সোর্স মোখলেসুর রহমানের মাধ্যমে তাঁকে টুলটুলিপাড়া মোড়ে ডাকেন। তিনি সেখানে গেলে আশরাফুল তাঁকে বলেন, মিজানুর যেন এই জমির দাবি না করেন। কিন্তু বায়না করা জমির দাবি কেন তিনি তুলবেন না, এমন প্রশ্ন করলে এসআই আশরাফুল তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁকে মারধর শুরু করেন। একপর্যায়ে গুলি করতে পিস্তল বের করেন।
এ ছাড়া পুলিশে চাকরি নিয়ে দেওয়ার নামেও টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমন তিন ভুক্তভোগী পুলিশ সদস্য টাকা ফেরত পেতে হন্য হয়ে ঘুরছেন।
বিষয়গুলো নিয়ে কথা বলতে এসআই আশরাফুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘একটি অভিযোগ এসেছে। তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব।’
রাজশাহীতে এলাকাবাসীর মারধরের শিকার পুলিশের এসআই আশরাফুল ইসলাম জড়িয়ে পড়েছিলেন জমির কারবারে। তিনি সরকারি পিস্তল দেখিয়ে জমি দখলে নিতেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই জমি বিক্রির নামে তিনি আবার টাকা সংগ্রহ করতেন। কিন্তু জমিও দিতেন না, টাকাও ফেরত দিতেন না। টাকা চাইলে ভয় দেখাতেন মিথ্যা মামলায় জড়ানোর।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) এই এসআই গত বুধবার নগরীর টুলটুলিপাড়া মোড়ে মারধরের শিকার হন। তিনি পিস্তল বের করে গুলি করার চেষ্টা করলে এলাকাবাসী তাঁর কাছ থেকে অস্ত্র কেড়ে নেন। পরে তা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর সবাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এসআই। এ নিয়ে ভুক্তভোগী এক ব্যক্তি গতকাল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর নাম মিজানুর রহমান। হার্ডওয়্যার ব্যবসায়ী মিজানুরকেই বুধবার গুলি করতে পিস্তল বের করেছিলেন আশরাফুল। মিজানুরের বাড়ি পাশের হড়গ্রাম পূর্বপাড়া মহল্লায়।
লিখিত অভিযোগে তিনি বলেছেন, তিনি আশীষ চন্দ্র ঘোষ নামের সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির সাড়ে ৭ কাঠা জমি কিনতে বায়না করেছেন। কিন্তু প্রায় ৮ মাস আগে এসআই আশরাফুল আশীষ চন্দ্র ঘোষের এই জমিটি অস্ত্র দেখিয়ে দখল করে নিয়েছেন। এ নিয়ে আশরাফুলের সঙ্গে তাঁর বিরোধ। বুধবার এসআই আশরাফুল ইসলাম তাঁর সোর্স মোখলেসুর রহমানের মাধ্যমে তাঁকে টুলটুলিপাড়া মোড়ে ডাকেন। তিনি সেখানে গেলে আশরাফুল তাঁকে বলেন, মিজানুর যেন এই জমির দাবি না করেন। কিন্তু বায়না করা জমির দাবি কেন তিনি তুলবেন না, এমন প্রশ্ন করলে এসআই আশরাফুল তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁকে মারধর শুরু করেন। একপর্যায়ে গুলি করতে পিস্তল বের করেন।
এ ছাড়া পুলিশে চাকরি নিয়ে দেওয়ার নামেও টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমন তিন ভুক্তভোগী পুলিশ সদস্য টাকা ফেরত পেতে হন্য হয়ে ঘুরছেন।
বিষয়গুলো নিয়ে কথা বলতে এসআই আশরাফুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘একটি অভিযোগ এসেছে। তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৩৪ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে