নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় চাষাঢ়া স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক ধরে ২ নম্বর রেলগেট অভিমুখে যাত্রা করে।
এর আগে, গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হন। তবে আজ শহরে কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।
গতকাল শুক্রবার রাতে আজ শনিবার বিক্ষোভ ও পরদিন রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দেয় কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের মোর্চা-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার রাত ৮টার দিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার গণমাধ্যমে এক বিবৃতি পাঠান। একই সঙ্গে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করেন। আন্দোলনের সব সমন্বয়ক এ বিষয়ে ওয়াকিবহাল কি না জানতে চাইলে মাহিন হোয়াটসঅ্যাপ মেসেজে জানান, ‘সবাই ওয়াকিবহাল আছেন।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা হয়।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় চাষাঢ়া স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক ধরে ২ নম্বর রেলগেট অভিমুখে যাত্রা করে।
এর আগে, গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হন। তবে আজ শহরে কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।
গতকাল শুক্রবার রাতে আজ শনিবার বিক্ষোভ ও পরদিন রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দেয় কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের মোর্চা-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার রাত ৮টার দিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার গণমাধ্যমে এক বিবৃতি পাঠান। একই সঙ্গে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করেন। আন্দোলনের সব সমন্বয়ক এ বিষয়ে ওয়াকিবহাল কি না জানতে চাইলে মাহিন হোয়াটসঅ্যাপ মেসেজে জানান, ‘সবাই ওয়াকিবহাল আছেন।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা হয়।
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৯ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২২ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে