সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি।
আজ শনিবার হরতালের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন ও যাত্রীর চাপ কম রয়েছে। তবে পুলিশের দাবি, আগামীকাল রোববার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় আজ যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। সে কারণে যানবাহনের চাপ কম।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, সাইনবোর্ড এলাকায় গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই অল্পসংখ্যক দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে। মহাসড়কে শুধু আঞ্চলিক যানবাহনই বেশি চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রীর অভাবে এসব যানবাহনকে দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে। এদিকে জরুরি কাজ ছাড়া এদিন কোনো যাত্রীকেই চলাচল করতে দেখা যায়নি। অন্যদিকে অধিকাংশ দূরপাল্লার বাস বন্ধ থাকায় টিকিট কাউন্টারগুলোতে সুনসান অবস্থা বিরাজ করছে।
আবুল কালাম নামের এক চাকরিজীবী বলেন, ‘অফিস বন্ধ থাকায় চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। এসে দেখি মহাসড়কে চট্টগ্রামের অধিকাংশ বাসই বন্ধ রয়েছে। কিছু দূরপাল্লার বাস দেখা গেলেও তা কুমিল্লা পর্যন্ত চলাচল করে।’
তন্ময় হাসান নামের আরেক যাত্রী বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাব, তাই বের হয়েছিলাম। বাস পেলেও যাত্রী না থাকায় এখনো ছেড়ে যাচ্ছে না। কখন গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারব তা জানি না।’
সোহাগ নামের এক টিকিট বিক্রেতা বলেন, আজ নির্বাচনের আগের দিন হওয়ায় যাত্রী কম। আবার শুক্রবার রাতে বিভিন্ন স্থানে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এসব কারণে আজ অধিকাংশ যানবাহনই চলাচল বন্ধ রয়েছে।
সাগর হোসেন নামের এক বাসচালক বলেন, ‘যাত্রী কম থাকলেও বাস নিয়ে বের হয়েছি। এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যায় পড়তে না হলেও মনে একধরনের ভয় কাজ করছে।’
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, ‘আজ কী কারণে বাস চলাচল কম, তা আমার জানা নেই। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘আগামীকাল রোববার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় আজ যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি আজ অনেক অফিস বন্ধ থাকায় যানবাহনের চাপ কম। তবে মহাসড়কে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি। যেকোনো অরাজকতা ঠেকাতে আমরা সব সময় প্রস্তুত রয়েছি।’
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি।
আজ শনিবার হরতালের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন ও যাত্রীর চাপ কম রয়েছে। তবে পুলিশের দাবি, আগামীকাল রোববার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় আজ যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। সে কারণে যানবাহনের চাপ কম।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, সাইনবোর্ড এলাকায় গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই অল্পসংখ্যক দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে। মহাসড়কে শুধু আঞ্চলিক যানবাহনই বেশি চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রীর অভাবে এসব যানবাহনকে দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে। এদিকে জরুরি কাজ ছাড়া এদিন কোনো যাত্রীকেই চলাচল করতে দেখা যায়নি। অন্যদিকে অধিকাংশ দূরপাল্লার বাস বন্ধ থাকায় টিকিট কাউন্টারগুলোতে সুনসান অবস্থা বিরাজ করছে।
আবুল কালাম নামের এক চাকরিজীবী বলেন, ‘অফিস বন্ধ থাকায় চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। এসে দেখি মহাসড়কে চট্টগ্রামের অধিকাংশ বাসই বন্ধ রয়েছে। কিছু দূরপাল্লার বাস দেখা গেলেও তা কুমিল্লা পর্যন্ত চলাচল করে।’
তন্ময় হাসান নামের আরেক যাত্রী বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাব, তাই বের হয়েছিলাম। বাস পেলেও যাত্রী না থাকায় এখনো ছেড়ে যাচ্ছে না। কখন গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারব তা জানি না।’
সোহাগ নামের এক টিকিট বিক্রেতা বলেন, আজ নির্বাচনের আগের দিন হওয়ায় যাত্রী কম। আবার শুক্রবার রাতে বিভিন্ন স্থানে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এসব কারণে আজ অধিকাংশ যানবাহনই চলাচল বন্ধ রয়েছে।
সাগর হোসেন নামের এক বাসচালক বলেন, ‘যাত্রী কম থাকলেও বাস নিয়ে বের হয়েছি। এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যায় পড়তে না হলেও মনে একধরনের ভয় কাজ করছে।’
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, ‘আজ কী কারণে বাস চলাচল কম, তা আমার জানা নেই। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘আগামীকাল রোববার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় আজ যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি আজ অনেক অফিস বন্ধ থাকায় যানবাহনের চাপ কম। তবে মহাসড়কে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি। যেকোনো অরাজকতা ঠেকাতে আমরা সব সময় প্রস্তুত রয়েছি।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে