ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত চারজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বৃহস্পতিবার রাত ২টায় ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। মারা যাওয়া অপর দুজন পুরুষ। তাঁদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ছাড়া গুরুতর আহতদের মধ্যে রয়েছেন খুলনা এলাকার বাসিন্দা রিনা বেগম (৩৫) ও তাঁর ছেলে রনি (৮), রাজধানীর গেন্ডারিয়া এলাকার বাসিন্দা দুলাল ও শামসু নামের এক ব্যক্তি।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমরান ট্রাভেলস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।
আবু জাফর বলেন, ‘নিহত ও আহতদের উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্সে করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করি। ধারণা করা হচ্ছে বাসটির চালক ঘুমিয়ে পড়েছিল। যে কারণে হঠাৎ পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর বাসটি উল্টে যায়।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, বাসটি বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। সম্ভবত চালকের চোখে ঘুম থাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। এ সময় বাসে থাকা দুই যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক হাসিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, রাতে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে আনা হয়। তাঁদের মধ্যে অজ্ঞান অবস্থায় এক যুবককে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। এ ছাড়া আহত চারজন এখন শঙ্কামুক্ত।
ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত চারজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বৃহস্পতিবার রাত ২টায় ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। মারা যাওয়া অপর দুজন পুরুষ। তাঁদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ছাড়া গুরুতর আহতদের মধ্যে রয়েছেন খুলনা এলাকার বাসিন্দা রিনা বেগম (৩৫) ও তাঁর ছেলে রনি (৮), রাজধানীর গেন্ডারিয়া এলাকার বাসিন্দা দুলাল ও শামসু নামের এক ব্যক্তি।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমরান ট্রাভেলস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।
আবু জাফর বলেন, ‘নিহত ও আহতদের উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্সে করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করি। ধারণা করা হচ্ছে বাসটির চালক ঘুমিয়ে পড়েছিল। যে কারণে হঠাৎ পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর বাসটি উল্টে যায়।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, বাসটি বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। সম্ভবত চালকের চোখে ঘুম থাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। এ সময় বাসে থাকা দুই যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক হাসিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, রাতে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে আনা হয়। তাঁদের মধ্যে অজ্ঞান অবস্থায় এক যুবককে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। এ ছাড়া আহত চারজন এখন শঙ্কামুক্ত।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৪০ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে