গণমাধ্যম জনগণের কথা বলে না: গীতি আরা নাসরীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১৯: ১৯

দেশের প্রচলিত গণমাধ্যম জনগণের কথা বলে না মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেছেন, ‘গণমাধ্যম হচ্ছে জনগণের মাধ্যম। কিন্তু গণমাধ্যম জনগণের কথা বলে না। এখানে আমাদের সংস্কার দরকার, গণমাধ্যম কীভাবে জনগণের কথা বলবে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ভরসা ফিরুক গণমাধ্যমে। কোন সংস্কারে স্বাধীন হবে মিডিয়া?’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। এই সংলাপের আয়োজন করে ভয়েস ফর রিফর্ম।

অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, ‘গণমাধ্যমকে সংখ্যায় অনেক বাড়তে দেখেছি। তবে গণমাধ্যম হারিয়েছে বিশ্বাসযোগ্যতা ও পাঠক। এখন গণমাধ্যম নিজেই সংস্কার চাচ্ছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি সংস্কার করতে হবে।’

গণমাধ্যমকে সাধারণ মানুষ নিজের মনে করে না জানিয়ে তিনি বলেন, মাত্র দুই মাস আগে (ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের সময়) মানুষ দেয়ালে নিজের মতপ্রকাশ করতে শুরু করে। মানুষের কথা বলার সক্ষমতা আছে, তা এত দিন মিডিয়ায় দেখতে পাইনি। এসব গণমাধ্যমে প্রকাশের কথা ছিল। কোথায় বাধা ছিল। কোন শৃঙ্খলগুলো এত দিন আটকে রেখেছিল, যা মানুষকে প্রকাশ করতে দেয়নি। ফলে মিডিয়াকে পাঠক নিজের মনে করে না। শেরপুরে বন্যা কিন্তু মিডিয়া দেখাচ্ছে ঢাকায় কী হচ্ছে। মিডিয়াকে কেন সাধারণ মানুষ নিজের মনে করবে?  

সংলাপে আরও অংশ নেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, সাংবাদিক ও কলামিস্ট কামাল আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত