নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের রেললাইন থেকে উঠিয়ে দিয়েছে পুলিশ। এতে কমলাপুরের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলের অস্থায়ী শ্রমিকেরা রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেন। আজ রোববার আন্দোলনরত রেলশ্রমিকেরা সকাল ১০টার দিকে রেলপথ অবরোধ করেন। অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘রেলওয়ে পুলিশ তাদের ২টা ১৫ মিনিট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ঘটনাস্থল থেকে সরে যাওয়ার। সেই সময়ের মধ্যে তাঁরা রেললাইন না ছাড়ায় ন্যূনতম শক্তি প্রয়োগ করে তাঁদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
হায়াতুল ইসলাম খান আরও বলেন, এ ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রেলওয়ে পুলিশকে সহযোগিতা করবে রেল চলাচল স্বাভাবিক রাখার জন্য।
ঢাকা রেলওয়ে অঞ্চলের ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, তাঁদের (আন্দোলনকারীদের) সঙ্গে কয়েক দফা আলোচনার পরও তাঁরা আইন নিজের হাতে তুলে নিয়েছে। তাঁরা রেলের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করলে সেটি আরও ফলপ্রসূ হবে।
আন্দোলনের বিষয়ে রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের কেন্দ্রীয় প্রতিনিধি মো. দেলোয়ার আজকের পত্রিকাকে বলেন, চাকরি স্থায়ীকরণের জন্য তাঁরা গত ২৪ আগস্ট পর্যন্ত সময় দিয়েছিলেন। কিন্তু গত মাসে রেলওয়ের মহাপরিচালক বলে দিয়েছেন চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা তাঁরা করতে পারবেন না।
দেলোয়ার বলেন, গত ৮ আগস্ট রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এমন আশ্বাস দিলেও পরে তিনি জানান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেননি। রেলমন্ত্রী শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।
দেলোয়ার আরও বলেন, তাঁরা ২০ আগস্ট রেলওয়ের মহাপরিচালকের কাছে গিয়েছিলেন। সেখানে ২৪ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছিল। গত ২৯ আগস্ট তাঁরা দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করেন। প্রশাসন থেকে বলা হয়েছিল, ৩০ আগস্টের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কিন্তু পরে আর আলোচনা হয়নি।
চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের রেললাইন থেকে উঠিয়ে দিয়েছে পুলিশ। এতে কমলাপুরের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলের অস্থায়ী শ্রমিকেরা রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেন। আজ রোববার আন্দোলনরত রেলশ্রমিকেরা সকাল ১০টার দিকে রেলপথ অবরোধ করেন। অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘রেলওয়ে পুলিশ তাদের ২টা ১৫ মিনিট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ঘটনাস্থল থেকে সরে যাওয়ার। সেই সময়ের মধ্যে তাঁরা রেললাইন না ছাড়ায় ন্যূনতম শক্তি প্রয়োগ করে তাঁদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
হায়াতুল ইসলাম খান আরও বলেন, এ ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রেলওয়ে পুলিশকে সহযোগিতা করবে রেল চলাচল স্বাভাবিক রাখার জন্য।
ঢাকা রেলওয়ে অঞ্চলের ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, তাঁদের (আন্দোলনকারীদের) সঙ্গে কয়েক দফা আলোচনার পরও তাঁরা আইন নিজের হাতে তুলে নিয়েছে। তাঁরা রেলের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করলে সেটি আরও ফলপ্রসূ হবে।
আন্দোলনের বিষয়ে রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের কেন্দ্রীয় প্রতিনিধি মো. দেলোয়ার আজকের পত্রিকাকে বলেন, চাকরি স্থায়ীকরণের জন্য তাঁরা গত ২৪ আগস্ট পর্যন্ত সময় দিয়েছিলেন। কিন্তু গত মাসে রেলওয়ের মহাপরিচালক বলে দিয়েছেন চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা তাঁরা করতে পারবেন না।
দেলোয়ার বলেন, গত ৮ আগস্ট রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এমন আশ্বাস দিলেও পরে তিনি জানান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেননি। রেলমন্ত্রী শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।
দেলোয়ার আরও বলেন, তাঁরা ২০ আগস্ট রেলওয়ের মহাপরিচালকের কাছে গিয়েছিলেন। সেখানে ২৪ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছিল। গত ২৯ আগস্ট তাঁরা দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করেন। প্রশাসন থেকে বলা হয়েছিল, ৩০ আগস্টের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কিন্তু পরে আর আলোচনা হয়নি।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৪৪ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে