নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে আসাদুজ্জামান নূরকে রাজধানীর বেইলী রোডের নওরতন কলোনি থেকে এবং মাহবুব আলীকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তাঁদের দুজনের বিরুদ্ধেই ডিএমপির দুটি থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মিরপুর ও মাহবুব আলীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
নীলফামারী-২ সদর আসনে পাঁচবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। পুলিশ জানিয়েছে, আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি।
এদিকে, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের কাছে হেরে যান।
২০০৩-০৪ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ছিলেন মাহবুব আলী। এ ছাড়া তিনি আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জ্ঞাতআয়বহির্বুত সম্পদ অর্জনের অভিযোগে মাহবুব আলীর বিরুদ্ধে দুদক গত সপ্তাহ থেকে অনুসন্ধান শুরু করেছে।
সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে আসাদুজ্জামান নূরকে রাজধানীর বেইলী রোডের নওরতন কলোনি থেকে এবং মাহবুব আলীকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তাঁদের দুজনের বিরুদ্ধেই ডিএমপির দুটি থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মিরপুর ও মাহবুব আলীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
নীলফামারী-২ সদর আসনে পাঁচবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। পুলিশ জানিয়েছে, আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি।
এদিকে, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের কাছে হেরে যান।
২০০৩-০৪ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ছিলেন মাহবুব আলী। এ ছাড়া তিনি আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জ্ঞাতআয়বহির্বুত সম্পদ অর্জনের অভিযোগে মাহবুব আলীর বিরুদ্ধে দুদক গত সপ্তাহ থেকে অনুসন্ধান শুরু করেছে।
নওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৪ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৩৩ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগে