নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে। ব্যানারবিহীন এই মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশুমেলা এলাকায় এ ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার এএসআই আজহারুল ইসলাম পুলিশের গাড়ি ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্যামলীতে মিছিলটি হয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন। মিছিল ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় ডিসি তেজগাঁওয়ের গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা।’
মিছিলের বিষয়টি নিশ্চিত করলেও গাড়ি ভাঙচুরের বিষয়টি জানেন না বলে জানান ডিএমপির তেজগাঁও বিভাগের শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া। তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের একটি বিক্ষোভ মিছিল হয়েছে। তবে গাড়ি ভাঙচুরের ঘটনা আমার জানা নেই।’
বিক্ষোভ মিছিলের আয়োজক কারা জানতে চাইলে উৎপল বড়ুয়া বলেন, ‘মিছিলের সামনে কোনো ব্যানার ছিল না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারা বিক্ষোভ করেছে। গাড়ি ভাঙচুরের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলী থেকে শতাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল সোহরাওয়ার্দী হাসপাতালের দিকে যাচ্ছিল। পথে শ্যামলী শিশুমেলার সামনে রাখা পুলিশের একটি টহল ভ্যানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এ সময় গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলা হয়।
এর আগে শুক্রবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এখন ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা। লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বেড়েছে তেলের দাম।
জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে। ব্যানারবিহীন এই মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশুমেলা এলাকায় এ ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার এএসআই আজহারুল ইসলাম পুলিশের গাড়ি ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্যামলীতে মিছিলটি হয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন। মিছিল ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় ডিসি তেজগাঁওয়ের গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা।’
মিছিলের বিষয়টি নিশ্চিত করলেও গাড়ি ভাঙচুরের বিষয়টি জানেন না বলে জানান ডিএমপির তেজগাঁও বিভাগের শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া। তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের একটি বিক্ষোভ মিছিল হয়েছে। তবে গাড়ি ভাঙচুরের ঘটনা আমার জানা নেই।’
বিক্ষোভ মিছিলের আয়োজক কারা জানতে চাইলে উৎপল বড়ুয়া বলেন, ‘মিছিলের সামনে কোনো ব্যানার ছিল না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারা বিক্ষোভ করেছে। গাড়ি ভাঙচুরের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলী থেকে শতাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল সোহরাওয়ার্দী হাসপাতালের দিকে যাচ্ছিল। পথে শ্যামলী শিশুমেলার সামনে রাখা পুলিশের একটি টহল ভ্যানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এ সময় গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলা হয়।
এর আগে শুক্রবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এখন ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা। লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বেড়েছে তেলের দাম।
জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
১১ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১৯ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১ ঘণ্টা আগে