রাজধানীর জুরাইন রেলগেটে অটোরিকশা চালকদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৫: ০৫
রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের লাঠিপেটা করেছে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

মূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় চালকেরা বিক্ষোভ করলে মারধরের শিকার হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

সকাল থেকে রেলগেটসহ সড়ক আটকে বিক্ষোভ করতে থাকেন রিকশাচালকেরা। এতে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ঢাকা-পদ্মা সেতু রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে।

তিনি আরও বলেন, ‘নকশিকাঁথা এক্সপ্রেস কমলাপুরে দাঁড়িয়ে আছে যেতে পারেনি। নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার শ্যামবাজার দাঁড়িয়ে আছে। আর মধুমতী এক্সপ্রেস মাওয়াতে দাঁড়িয়ে আছে। আমরা এখনো ট্রেন চলাচলের কোনো নির্দেশনা পায়নি।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল করবে না বলে জানান আনোয়ার হোসেন ৷

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের লাঠিপেটা করেছে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের লাঠিপেটা করেছে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা থেকে ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর ও খুলনাগামী অনেক যাত্রী এখন কমলাপুর শহরতলি স্টেশনে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন আনোয়ার হোসেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার মহাখালী রেলগেট এলাকায় অটোরিকশাচালকদের অবরোধে সোয়া ছয় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়ে রেলযাত্রীরা।

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের লাঠিপেটা করেছে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের লাঠিপেটা করেছে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

এর আগে গত সোমবার তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীর আরজতপাড়ায় রেলপথ অবরোধ করে। এ সময় আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

আন্দোলন চলাকালে সম্প্রতি ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ওই ট্রেনের নারী-শিশুসহ অনেক যাত্রী আহত হয়।

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের লাঠিপেটা করেছে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের লাঠিপেটা করেছে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

ওই ঘটনায় উপকূল এক্সপ্রেসের ইঞ্জিনসহ ছয়টি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।

রেলপথ অবরোধ ও হামলার ঘটনায় জিআরপি পুলিশকে শঙ্কার কথা জানিয়েছেন রেলযাত্রীরা। রেলওয়ে কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম এ নিয়ে রেলওয়ের উদ্বেগের কথা জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত