নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে নামছে সন্ধ্যা। সেই সন্ধ্যার সবটুকু আকর্ষণ যেন কেড়ে নিল বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তন। দিনভর সুফিবাদ নিয়ে আলাপ শেষে নাদিম কাওয়ালের সুরে সুফি অনুরাগীরা মাতলেন আনন্দধারায়।
ঢাকার বিখ্যাত নাদিম কাওয়াল ও তাঁর দল গেয়ে শোনান একে একে বিখ্যাত শিল্পী নুসরাত ফতেহ আলী খানের ‘আল্লাহু’, মাইজভান্ডারি গান ‘দমে দমে জপ রে মন আল্লাহু’, ‘ও লাল মেরি...মাস্তকালান্দর’, ‘ভরদে জলি মেরি ইয়া মোহাম্মদ’, ‘তাজেদারে হারাম’ ইত্যাদি বিখ্যাত সব গান।
এর আগে সকাল থেকেই ছিল সুফিবাদ নিয়ে আলোচনা-বক্তৃতা। সুফি সংস্কৃতি, সুফিধারা, ঢাকার সুফি, লালন ও ইবনে আরাবি এবং সুফি কবিতা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মার্কস চিন্তক ও উর্দু কবিতার অনুবাদক জাভেদ হুসেন সুফি কবিতা নিয়ে আলাপ করেন।
কবিতায় আশিক ও মাশুকের কত রং কত যে ধরন, সেগুলো নিয়ে আলাপ করেন জাভেদ। তিনি আশিক-মাশুকের সম্পর্ক নিয়ে মির্জা গালিব, মীর ত্বকি মীর, হাফিজ, ফয়েজ আহমেদ ফয়েজ, শাহ দেহলভিসহ সুফি কবিদের কবিতার উদাহরণ দিয়ে কথা বলেন। তাঁর কথায় উঠে আসে, মির্জা গালিব তাঁর কবিতায় সুফি অরেম নিয়ে বলেন, ‘আমি চিঠি লিখব, তার কোনো কারণ নাই। শুধু চিঠি লিখতে গেলেই তোমার নাম লিখতে হবে। তাই চিঠি লিখি। পত্রবাহক আরেকটি চিঠি আনতে আনতে আরেকটি লিখে রাখি। কারণ, আমি জানি তুমি কী লিখবে। তুমি পড়বে না আমি জানি। তাই চিঠির প্রথমে একটি চোখের ছবি এঁকে দিয়েছি। যাতে তুমি বুঝতে পার যে আমি তোমাকে দেখতে চেয়েছি।’
লালন ও ইবনে আরাবি নিয়ে কথা বলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের রিসার্চ ফেলো ড. গোলাম নবী মজুমদার। আয়োজকদের একজন মীর হুযাইফা আল মামদূহ বলেন, ‘আমরা চেয়েছিলাম উৎসবের মতো করে আয়োজনটি করতে। কিন্তু শেষ পর্যন্ত একাডেমিক এক আলোচনার মধ্য দিয়ে আয়োজনটি হলো। সুফিদের সংস্কৃতির সঙ্গে মানুষের যোগাযোগ বা রাবত করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।’
রাজধানীতে নামছে সন্ধ্যা। সেই সন্ধ্যার সবটুকু আকর্ষণ যেন কেড়ে নিল বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তন। দিনভর সুফিবাদ নিয়ে আলাপ শেষে নাদিম কাওয়ালের সুরে সুফি অনুরাগীরা মাতলেন আনন্দধারায়।
ঢাকার বিখ্যাত নাদিম কাওয়াল ও তাঁর দল গেয়ে শোনান একে একে বিখ্যাত শিল্পী নুসরাত ফতেহ আলী খানের ‘আল্লাহু’, মাইজভান্ডারি গান ‘দমে দমে জপ রে মন আল্লাহু’, ‘ও লাল মেরি...মাস্তকালান্দর’, ‘ভরদে জলি মেরি ইয়া মোহাম্মদ’, ‘তাজেদারে হারাম’ ইত্যাদি বিখ্যাত সব গান।
এর আগে সকাল থেকেই ছিল সুফিবাদ নিয়ে আলোচনা-বক্তৃতা। সুফি সংস্কৃতি, সুফিধারা, ঢাকার সুফি, লালন ও ইবনে আরাবি এবং সুফি কবিতা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মার্কস চিন্তক ও উর্দু কবিতার অনুবাদক জাভেদ হুসেন সুফি কবিতা নিয়ে আলাপ করেন।
কবিতায় আশিক ও মাশুকের কত রং কত যে ধরন, সেগুলো নিয়ে আলাপ করেন জাভেদ। তিনি আশিক-মাশুকের সম্পর্ক নিয়ে মির্জা গালিব, মীর ত্বকি মীর, হাফিজ, ফয়েজ আহমেদ ফয়েজ, শাহ দেহলভিসহ সুফি কবিদের কবিতার উদাহরণ দিয়ে কথা বলেন। তাঁর কথায় উঠে আসে, মির্জা গালিব তাঁর কবিতায় সুফি অরেম নিয়ে বলেন, ‘আমি চিঠি লিখব, তার কোনো কারণ নাই। শুধু চিঠি লিখতে গেলেই তোমার নাম লিখতে হবে। তাই চিঠি লিখি। পত্রবাহক আরেকটি চিঠি আনতে আনতে আরেকটি লিখে রাখি। কারণ, আমি জানি তুমি কী লিখবে। তুমি পড়বে না আমি জানি। তাই চিঠির প্রথমে একটি চোখের ছবি এঁকে দিয়েছি। যাতে তুমি বুঝতে পার যে আমি তোমাকে দেখতে চেয়েছি।’
লালন ও ইবনে আরাবি নিয়ে কথা বলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের রিসার্চ ফেলো ড. গোলাম নবী মজুমদার। আয়োজকদের একজন মীর হুযাইফা আল মামদূহ বলেন, ‘আমরা চেয়েছিলাম উৎসবের মতো করে আয়োজনটি করতে। কিন্তু শেষ পর্যন্ত একাডেমিক এক আলোচনার মধ্য দিয়ে আয়োজনটি হলো। সুফিদের সংস্কৃতির সঙ্গে মানুষের যোগাযোগ বা রাবত করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।’
নওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৫ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৩৪ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগে