নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আক্তারুজ্জামান ভুঁইয়া এই আদেশ দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্য হলেন বরগুনা জেলার বান্দরগাছিয়া এলাকার আব্দুল রহিম আকন্দের ছেলে তানভীর ওরফে আবীর ওরফে মেহেদী ওরফে মুশফিক (৪৬) এবং অপর সদস্য রংপুর জেলার মাহিগঞ্জ এলাকার কাশেম আলীর ছেলে জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। তিনি বলেন, ২০০৯ সালে দায়ের করা একটি মামলায় জেএমবির দুই সদস্যকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের কঠোর নিরাপত্তায় আদালতে এনে রায়ের পর কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি বিউটি আক্তার বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে র্যাব-১১–এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় অভিযান চালান। সেখানে জেএমবি সদস্যরা অপতৎপরতা চালানোর জন্য অবস্থান করছিলেন। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করার পর তাঁরা নিজেদের জেএমবির শুরা সদস্য পরিচয় স্বীকার করে। দুজনের মধ্যে তানভীর বিভিন্ন নাশকতা কার্যক্রমের মূল পরিকল্পনাকারী এবং জহুরুল নারায়ণগঞ্জ জেএমবির দায়িত্বশীল নেতা।
ওই ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজকে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেছেন আদালত।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আক্তারুজ্জামান ভুঁইয়া এই আদেশ দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্য হলেন বরগুনা জেলার বান্দরগাছিয়া এলাকার আব্দুল রহিম আকন্দের ছেলে তানভীর ওরফে আবীর ওরফে মেহেদী ওরফে মুশফিক (৪৬) এবং অপর সদস্য রংপুর জেলার মাহিগঞ্জ এলাকার কাশেম আলীর ছেলে জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। তিনি বলেন, ২০০৯ সালে দায়ের করা একটি মামলায় জেএমবির দুই সদস্যকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের কঠোর নিরাপত্তায় আদালতে এনে রায়ের পর কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি বিউটি আক্তার বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে র্যাব-১১–এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় অভিযান চালান। সেখানে জেএমবি সদস্যরা অপতৎপরতা চালানোর জন্য অবস্থান করছিলেন। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করার পর তাঁরা নিজেদের জেএমবির শুরা সদস্য পরিচয় স্বীকার করে। দুজনের মধ্যে তানভীর বিভিন্ন নাশকতা কার্যক্রমের মূল পরিকল্পনাকারী এবং জহুরুল নারায়ণগঞ্জ জেএমবির দায়িত্বশীল নেতা।
ওই ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজকে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেছেন আদালত।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৩৩ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে