নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১১ সদস্যসহ ১৪ জন আহত হয়েছেন। অন্যদের মধ্যে বিমান বাহিনী, আনসারের একজন ও একজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তালহা।
তালহা বলেন, ‘নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের আট সদস্য ও একজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
এদিকে মালামাল উদ্ধার করতে গিয়ে মার্কেটের দোকান কর্মচারী চারজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট।
প্রসঙ্গগত, শনিবার ভোর সকাল ৫টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের ঘটনা জানতে পারে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন:
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১১ সদস্যসহ ১৪ জন আহত হয়েছেন। অন্যদের মধ্যে বিমান বাহিনী, আনসারের একজন ও একজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তালহা।
তালহা বলেন, ‘নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের আট সদস্য ও একজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
এদিকে মালামাল উদ্ধার করতে গিয়ে মার্কেটের দোকান কর্মচারী চারজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট।
প্রসঙ্গগত, শনিবার ভোর সকাল ৫টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের ঘটনা জানতে পারে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন:
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাসায় মাকে বেঁধে রেখে টাকা, গয়নাসহ শিশু সন্তানকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, এটা পরিকল্পিত ঘটনা। ৮ মাসের জাইফাকে অপহরণ ও মূল্যবান সম্পদ চুরি করা ছিল উদ্দেশ্য। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হননি। গতকাল বৃহস্পতিবার রাতে সাবলেট...
৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবদল, ছাত্রদল ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
১৫ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
৩৪ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৪৪ মিনিট আগে