দেশ গঠনে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম: গণশিক্ষা উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৯: ৪৭
ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বক্তব্য দিচ্ছেন গণশিক্ষা উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম। আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের কোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সর্বভৌম বাংলাদেশ। সশস্ত্র বাহিনীর সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বে মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নতুন বাংলাদেশ। আর এ বাংলাদেশ প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেনারেল পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন মোহাম্মদ মাছীহুর রহমান। এরপর অতিথিরা সশস্ত্র বাহিনী দিবস ২০০৪ উপলক্ষে কেক কাটেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য এবং সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ দলের আটজন সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত