নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করতে চায় রোটারি ইন্টারন্যাশনাল। আজ শুক্রবার রাজধানীর বিয়াম অডিটরিয়ামে বাংলাদেশে রোটারির নেতাদের প্রশিক্ষণ সেমিনারে এই কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
রোটারির পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা ইশতিয়াক এ জামান বলেন, রোটারির কাজের ক্ষেত্রে যে সাতটি লক্ষ্য রয়েছে, তার সঙ্গে এসডিজির সঙ্গে মিল আছে। তিনি আরও বলেন, ‘এসডিজি অর্জনে আমরা সরকারের সঙ্গে কাজ করব। এ জন্য খুব দ্রুতই প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে আমরা একটি চুক্তি করব।’
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক ও সিনিয়র সচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, মন্ত্রণালয়, বিভাগ, প্রচারযন্ত্র যারাই আছে, সবাই এখন কোনো না কোনোভাবে এসডিজির লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে যুক্ত। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান বা কেউ এ বিষয়ে কাজ করলে সেটাও জাতিসংঘের ট্র্যাকারে যায়। সব দেশের মানুষ দেখতে পায়। করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশসহ অনেক দেশের এসডিজি বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। ২০২৩ সালে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে ১৬৬ দেশের মধ্যে বাংলাদেশ ১০১তম স্থানে রয়েছে। আরও ভালো করতে হবে।
আখতার হোসেন আরও বলেন, ‘এখন আমরা সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা আছে, তাঁদের নিয়ে এসডিজি বাস্তবায়নে একযোগে কাজ করতে চাই। সে ক্ষেত্রে রোটারিয়ানরা সমাজের অত্যন্ত অগ্রসরমাণ অংশ, একটি সফল গোষ্ঠী।’
রোটারির সাতটি অগ্রাধিকার হলো—শান্তি, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, শিক্ষা ও সাক্ষরতা, স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ।
রোটারির নেতারা বলেন, ২০২৪-২৫ বছরে বাংলাদেশে রোটারি কী কী কাজ করবে, সে বিষয়ে সারা দেশের নেতাদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘ইনকামিং লিডার্স প্রশিক্ষণ সেমিনার’। এতে সারা দেশের ৩০০ ক্লাবের ১ হাজার ২০০ প্রতিনিধি অংশ নেন।
প্রশিক্ষণের এসডিজিবিষয়ক সেশনে লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের উপদেষ্টা ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর আশীষ ঘোষ অনুষ্ঠানে বক্তব্য দেন।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করতে চায় রোটারি ইন্টারন্যাশনাল। আজ শুক্রবার রাজধানীর বিয়াম অডিটরিয়ামে বাংলাদেশে রোটারির নেতাদের প্রশিক্ষণ সেমিনারে এই কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
রোটারির পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা ইশতিয়াক এ জামান বলেন, রোটারির কাজের ক্ষেত্রে যে সাতটি লক্ষ্য রয়েছে, তার সঙ্গে এসডিজির সঙ্গে মিল আছে। তিনি আরও বলেন, ‘এসডিজি অর্জনে আমরা সরকারের সঙ্গে কাজ করব। এ জন্য খুব দ্রুতই প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে আমরা একটি চুক্তি করব।’
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক ও সিনিয়র সচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, মন্ত্রণালয়, বিভাগ, প্রচারযন্ত্র যারাই আছে, সবাই এখন কোনো না কোনোভাবে এসডিজির লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে যুক্ত। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান বা কেউ এ বিষয়ে কাজ করলে সেটাও জাতিসংঘের ট্র্যাকারে যায়। সব দেশের মানুষ দেখতে পায়। করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশসহ অনেক দেশের এসডিজি বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। ২০২৩ সালে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে ১৬৬ দেশের মধ্যে বাংলাদেশ ১০১তম স্থানে রয়েছে। আরও ভালো করতে হবে।
আখতার হোসেন আরও বলেন, ‘এখন আমরা সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা আছে, তাঁদের নিয়ে এসডিজি বাস্তবায়নে একযোগে কাজ করতে চাই। সে ক্ষেত্রে রোটারিয়ানরা সমাজের অত্যন্ত অগ্রসরমাণ অংশ, একটি সফল গোষ্ঠী।’
রোটারির সাতটি অগ্রাধিকার হলো—শান্তি, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, শিক্ষা ও সাক্ষরতা, স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ।
রোটারির নেতারা বলেন, ২০২৪-২৫ বছরে বাংলাদেশে রোটারি কী কী কাজ করবে, সে বিষয়ে সারা দেশের নেতাদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘ইনকামিং লিডার্স প্রশিক্ষণ সেমিনার’। এতে সারা দেশের ৩০০ ক্লাবের ১ হাজার ২০০ প্রতিনিধি অংশ নেন।
প্রশিক্ষণের এসডিজিবিষয়ক সেশনে লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের উপদেষ্টা ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর আশীষ ঘোষ অনুষ্ঠানে বক্তব্য দেন।
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
১ ঘণ্টা আগে