নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘আইনজীবী সমিতিতে আগে এ রকম সরাসরি দলাদলি খুব একটা ছিল না। আমার মনে হচ্ছে ধীরে ধীরে সমিতির যে ঐতিহ্য, তা ক্ষয়িষ্ণু করে ফেলছি। বিচার বিভাগকে ছোট করে কখনো গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব না। এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। আগে দ্বিমত থাকলেও বারের নেতৃত্বের ক্ষেত্রে সবাইকে নিয়ে চলা, সবার প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল।’
আজ সোমবার সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এম ওজায়ের ফারুকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সুপ্রিম কোর্ট বারের শহীদ সফিউর রহমান মিলনায়তনে ওজায়ের ফারুকের ছেলে ব্যারিস্টার এম ইমতিয়াজ ফারুক এবং তাঁর চেম্বারের জুনিয়র আইনজীবীরা এই আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।
নূরুল ইসলাম সুজন বলেন, ‘বারের নির্বাচনকে কেন্দ্র করে আমরা আইনজীবীদের বাড়িতে বাড়িতে ঘুরতাম। এখন মনে হয় ওপর দিক থেকে কেউ চাপিয়ে দিচ্ছে, আর আমরা ভোট করতেছি। ওপর থেকে চাপিয়ে দিলাম আর নেতা হলাম–এই নেতৃত্ব দিয়ে বার কখনো শক্তিশালী হবে না। আশা করব, আগামী দিনে আইনজীবীরাই তাঁদের নেতা তৈরি করুক।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন। তিনি বলেন, ‘ওজায়ের ফারুক অনুপ্রেরণার আরেক নাম। বারের সভাপতির কাছে আবেদন জানাব, যারা কৃতী আইনজীবী আছেন—তাঁদের স্মরণে প্রত্যেক মাসে এ রকম স্মরণসভা করা। যাতে জুনিয়ররা জানতে পারে কেন তিনি প্রথিতযশা।’
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘সবার সঙ্গে ওজায়ের ফারুকের সম্পর্ক ছিল। তিনি মানুষকে প্রচণ্ড খাওয়াতে পছন্দ করতেন। মানুষকে ভালোবাসা তাঁর অন্তরজুড়ে ছিল। আসুন আমরা সবাই মানুষকে ভালোবাসার চেষ্টা করি।’
সাবেক প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘আমাদের সমাজব্যবস্থায় প্রচণ্ড অবক্ষয়ের স্রোত নেমেছে। যেখানে নৈতিকতা এবং মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। ব্যক্তিত্বসম্পন্ন মানুষ, সমাজ সেবক ও গুনী মানুষের সংখ্যা প্রায় কমে আসছে। এমন সময়ে ওজায়ের ফারুককে স্মরণ করার মধ্য দিয়ে উপলব্ধি করতে চাই–তাঁরা যে বৈশিষ্ট্যের ছিলেন, আমাদের জীবনে যদি লালন করতে পারি—তাহলে তাঁকে স্মরণ করা যথার্থ হবে।’
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী সমাজ অনেক কষ্টে আছি। আমাদের নেতা আছে অনেক, নেতৃত্বের অভাব। সবকিছু হারিয়ে ফেলছি আমরা। আইনজীবী হিসেবে যেভাবে কথা বলা উচিত, যেভাবে ভূমিকা রাখা উচিত—সেটা ভুলে যাচ্ছি। বার চালানোর বিষয়ে যে ভূমিকা রাখা উচিত মনে হয়, সেটা পারছি না। আজকে দৈন্যদশা আমাদের। এই অবস্থায় ওয়াজের ফারুকের মতো একজন নেতৃত্ব দরকার ছিল।’
স্মরণসভায় আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মাসুদ হোসেন দোলন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোরশেদ প্রমুখ।
সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘আইনজীবী সমিতিতে আগে এ রকম সরাসরি দলাদলি খুব একটা ছিল না। আমার মনে হচ্ছে ধীরে ধীরে সমিতির যে ঐতিহ্য, তা ক্ষয়িষ্ণু করে ফেলছি। বিচার বিভাগকে ছোট করে কখনো গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব না। এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। আগে দ্বিমত থাকলেও বারের নেতৃত্বের ক্ষেত্রে সবাইকে নিয়ে চলা, সবার প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল।’
আজ সোমবার সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এম ওজায়ের ফারুকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সুপ্রিম কোর্ট বারের শহীদ সফিউর রহমান মিলনায়তনে ওজায়ের ফারুকের ছেলে ব্যারিস্টার এম ইমতিয়াজ ফারুক এবং তাঁর চেম্বারের জুনিয়র আইনজীবীরা এই আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।
নূরুল ইসলাম সুজন বলেন, ‘বারের নির্বাচনকে কেন্দ্র করে আমরা আইনজীবীদের বাড়িতে বাড়িতে ঘুরতাম। এখন মনে হয় ওপর দিক থেকে কেউ চাপিয়ে দিচ্ছে, আর আমরা ভোট করতেছি। ওপর থেকে চাপিয়ে দিলাম আর নেতা হলাম–এই নেতৃত্ব দিয়ে বার কখনো শক্তিশালী হবে না। আশা করব, আগামী দিনে আইনজীবীরাই তাঁদের নেতা তৈরি করুক।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন। তিনি বলেন, ‘ওজায়ের ফারুক অনুপ্রেরণার আরেক নাম। বারের সভাপতির কাছে আবেদন জানাব, যারা কৃতী আইনজীবী আছেন—তাঁদের স্মরণে প্রত্যেক মাসে এ রকম স্মরণসভা করা। যাতে জুনিয়ররা জানতে পারে কেন তিনি প্রথিতযশা।’
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘সবার সঙ্গে ওজায়ের ফারুকের সম্পর্ক ছিল। তিনি মানুষকে প্রচণ্ড খাওয়াতে পছন্দ করতেন। মানুষকে ভালোবাসা তাঁর অন্তরজুড়ে ছিল। আসুন আমরা সবাই মানুষকে ভালোবাসার চেষ্টা করি।’
সাবেক প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘আমাদের সমাজব্যবস্থায় প্রচণ্ড অবক্ষয়ের স্রোত নেমেছে। যেখানে নৈতিকতা এবং মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। ব্যক্তিত্বসম্পন্ন মানুষ, সমাজ সেবক ও গুনী মানুষের সংখ্যা প্রায় কমে আসছে। এমন সময়ে ওজায়ের ফারুককে স্মরণ করার মধ্য দিয়ে উপলব্ধি করতে চাই–তাঁরা যে বৈশিষ্ট্যের ছিলেন, আমাদের জীবনে যদি লালন করতে পারি—তাহলে তাঁকে স্মরণ করা যথার্থ হবে।’
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী সমাজ অনেক কষ্টে আছি। আমাদের নেতা আছে অনেক, নেতৃত্বের অভাব। সবকিছু হারিয়ে ফেলছি আমরা। আইনজীবী হিসেবে যেভাবে কথা বলা উচিত, যেভাবে ভূমিকা রাখা উচিত—সেটা ভুলে যাচ্ছি। বার চালানোর বিষয়ে যে ভূমিকা রাখা উচিত মনে হয়, সেটা পারছি না। আজকে দৈন্যদশা আমাদের। এই অবস্থায় ওয়াজের ফারুকের মতো একজন নেতৃত্ব দরকার ছিল।’
স্মরণসভায় আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মাসুদ হোসেন দোলন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোরশেদ প্রমুখ।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২৭ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৩৩ মিনিট আগে