নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় প্রিয়াংকা বাড়ৈ (৩২) ও তাঁর ৫ বছরের শিশুসন্তান অরূপ বৌদ্ধ মারা গেছেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে মারা যান প্রিয়াংকা এবং রাত ১০টার দিকে মারা যান অরূপ বৌদ্ধ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
ডা. এস এম আইউব হোসেন জানান, সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শিশুসন্তান ও তাঁর মা মারা গেছেন। শিশু অরূপের ৬৭ শতাংশ ও প্রিয়াংকার ৭২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া বর্তমানে ২৫ শতাংশ দগ্ধ নিয়ে সুধাংশু বৌদ্ধ এবং ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে তাঁর শাশুড়ি শেফালি রাণী বাড়ৈ চিকিৎসাধীন আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বর গলির ৩৭ নম্বর পাঁচতলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, তাঁর বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোনজামাইয়ের পেটব্যথার চিকিৎসার কারণে গত পরশু পরিবার নিয়ে ঢাকায় আসেন।
পলাশ বাড়ৈ জানান, সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্নাঘরে যান। গ্যাসের চুলা চালু করে দেশলাই জ্বালাতেই রান্নাঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তাঁরা চারজনই দগ্ধ হন।
রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় প্রিয়াংকা বাড়ৈ (৩২) ও তাঁর ৫ বছরের শিশুসন্তান অরূপ বৌদ্ধ মারা গেছেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে মারা যান প্রিয়াংকা এবং রাত ১০টার দিকে মারা যান অরূপ বৌদ্ধ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
ডা. এস এম আইউব হোসেন জানান, সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শিশুসন্তান ও তাঁর মা মারা গেছেন। শিশু অরূপের ৬৭ শতাংশ ও প্রিয়াংকার ৭২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া বর্তমানে ২৫ শতাংশ দগ্ধ নিয়ে সুধাংশু বৌদ্ধ এবং ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে তাঁর শাশুড়ি শেফালি রাণী বাড়ৈ চিকিৎসাধীন আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বর গলির ৩৭ নম্বর পাঁচতলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, তাঁর বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোনজামাইয়ের পেটব্যথার চিকিৎসার কারণে গত পরশু পরিবার নিয়ে ঢাকায় আসেন।
পলাশ বাড়ৈ জানান, সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্নাঘরে যান। গ্যাসের চুলা চালু করে দেশলাই জ্বালাতেই রান্নাঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তাঁরা চারজনই দগ্ধ হন।
নওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৫ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৩৪ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগে