নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আজ পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন বলে আলোচনা হচ্ছে। তবে হাজার কোটি টাকার ‘পূর্বাচল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম’ প্রকল্পের কী হবে, এ ব্যাপারেও তৈরি হয়েছে জটিলতা।
নির্মাণ প্রকল্পে আন্তর্জাতিক পরামর্শক অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। স্টেডিয়ামের নকশা প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগপ্রক্রিয়াও চূড়ান্ত হয়ে গিয়েছিল।
এই স্টেডিয়াম নির্মাণে নতুন সরকার কী চিন্তা-ভাবনা করছে সেটি এখন গুরুত্বপূর্ণ। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ মিরপুরে সংবাদমাধ্যমকে শেখ হাসিনা স্টেডিয়াম প্রসঙ্গে বলেছেন, ‘এটা একটা চিন্তার বিষয়। আপনারা দেখেছেন এটা সম্পর্কে বিভিন্ন কর্মকর্তারা বা যারা এসেছিলেন বিরোধিতা করেছেন। তাদের অন্যতম একটা বিষয় ছিল এটা। এটা আমরা অবগত করেছি এবং সম্ভবত আগামী বোর্ড সভায় এই ব্যাপারে একটা সিদ্ধান্ত পাব আমরা।’
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ইতিবাচক আভাস দিয়েছে বিসিবি। দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন অনেকটা অনিশ্চয়তার মুখে। আগামীকালের মধ্যে চূড়ান্ত জানাতে হবে আইসিসিকে। নিজাম উদ্দিন বলেছেন, ‘আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী, সঠিক সময়ের মাঝে আমরা করতে পারব। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার কাজ করছেন। এই সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে। বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দুটি বিষয়ই আইসিসিকে আমরা অবহিত করেছি। প্রস্তুতি নিয়ে আমরা খুশি।’
অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করেছে। এটা একটা সমস্যা দেখছেন নিজাম উদ্দিন। বিসিবির প্রধান নির্বাহী বললেন, ‘বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করেছে। ভিসা নিষেধাজ্ঞা না হলেও এটিই বিশ্বকাপ আয়োজনে সবচেয়ে বড় বাধা, মনে করছে বিসিবি। এটা ভিসা নিষেধাজ্ঞা না। ভ্রমণ পরামর্শে সতর্কতা আছে। এই বিষয়ে সরকার কাজ করছে।’
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি এখন রাষ্ট্রীয় বললেন তিনি, ‘এটা ক্রিকেট বোর্ড বা আইসিসি পর্যায়ে সমাধানযোগ্য নয়। এটা রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। অগ্রগতি হলে সিদ্ধান্ত দেখেই বুঝতে পারবেন। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে রেখেছি। বাকি বিষয়গুলো কিন্তু সংস্থা বা রাষ্ট্র বুঝবে। আমাদের সক্ষমতা বা অভিজ্ঞতা নিয়ে ওদের কোনো সন্দেহ নেই।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আজ পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন বলে আলোচনা হচ্ছে। তবে হাজার কোটি টাকার ‘পূর্বাচল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম’ প্রকল্পের কী হবে, এ ব্যাপারেও তৈরি হয়েছে জটিলতা।
নির্মাণ প্রকল্পে আন্তর্জাতিক পরামর্শক অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। স্টেডিয়ামের নকশা প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগপ্রক্রিয়াও চূড়ান্ত হয়ে গিয়েছিল।
এই স্টেডিয়াম নির্মাণে নতুন সরকার কী চিন্তা-ভাবনা করছে সেটি এখন গুরুত্বপূর্ণ। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ মিরপুরে সংবাদমাধ্যমকে শেখ হাসিনা স্টেডিয়াম প্রসঙ্গে বলেছেন, ‘এটা একটা চিন্তার বিষয়। আপনারা দেখেছেন এটা সম্পর্কে বিভিন্ন কর্মকর্তারা বা যারা এসেছিলেন বিরোধিতা করেছেন। তাদের অন্যতম একটা বিষয় ছিল এটা। এটা আমরা অবগত করেছি এবং সম্ভবত আগামী বোর্ড সভায় এই ব্যাপারে একটা সিদ্ধান্ত পাব আমরা।’
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ইতিবাচক আভাস দিয়েছে বিসিবি। দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন অনেকটা অনিশ্চয়তার মুখে। আগামীকালের মধ্যে চূড়ান্ত জানাতে হবে আইসিসিকে। নিজাম উদ্দিন বলেছেন, ‘আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী, সঠিক সময়ের মাঝে আমরা করতে পারব। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার কাজ করছেন। এই সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে। বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দুটি বিষয়ই আইসিসিকে আমরা অবহিত করেছি। প্রস্তুতি নিয়ে আমরা খুশি।’
অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করেছে। এটা একটা সমস্যা দেখছেন নিজাম উদ্দিন। বিসিবির প্রধান নির্বাহী বললেন, ‘বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করেছে। ভিসা নিষেধাজ্ঞা না হলেও এটিই বিশ্বকাপ আয়োজনে সবচেয়ে বড় বাধা, মনে করছে বিসিবি। এটা ভিসা নিষেধাজ্ঞা না। ভ্রমণ পরামর্শে সতর্কতা আছে। এই বিষয়ে সরকার কাজ করছে।’
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি এখন রাষ্ট্রীয় বললেন তিনি, ‘এটা ক্রিকেট বোর্ড বা আইসিসি পর্যায়ে সমাধানযোগ্য নয়। এটা রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। অগ্রগতি হলে সিদ্ধান্ত দেখেই বুঝতে পারবেন। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে রেখেছি। বাকি বিষয়গুলো কিন্তু সংস্থা বা রাষ্ট্র বুঝবে। আমাদের সক্ষমতা বা অভিজ্ঞতা নিয়ে ওদের কোনো সন্দেহ নেই।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে