নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ গঠন করেন। এর ফলে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে করা মামলার বিচার শুরু হলো।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ গঠনের মধ্য দিয়ে ইলিয়াসের বিচার শুরু হল। ইলিয়াস পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।’
এদিকে এই মামলার অপর আসামি বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লাবুর পক্ষে অব্যাহতির আবেদন শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁকে অব্যাহতি দেন।
এই মামলায় সাবেক এসপি বাবুল আক্তার, তাঁর বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া, সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে গত বছর ৯ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়।
২৫ জুলাই মামলার অভিযোগপত্র গ্রহণ করে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন ট্রাইবুনাল। ওই দিন এই মামলার আসামি পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তাঁর বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০২২ সালেট ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।
বাদী বনজ কুমার এজাহারে উল্লেখ করেন, সাবেক এসপি বাবুল আক্তার তাঁর স্ত্রী মিতুকে হত্যা করেন। পিবিআই ওই মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। ওই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বনজসহ পিবিআইয়ের বিরুদ্ধে ইলিয়াস হোসাইন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছেন।
ওই ভিডিওতে ইলিয়াস তাঁর বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা, রাষ্ট্রের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালান।
ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ গঠন করেন। এর ফলে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে করা মামলার বিচার শুরু হলো।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ গঠনের মধ্য দিয়ে ইলিয়াসের বিচার শুরু হল। ইলিয়াস পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।’
এদিকে এই মামলার অপর আসামি বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লাবুর পক্ষে অব্যাহতির আবেদন শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁকে অব্যাহতি দেন।
এই মামলায় সাবেক এসপি বাবুল আক্তার, তাঁর বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া, সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে গত বছর ৯ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়।
২৫ জুলাই মামলার অভিযোগপত্র গ্রহণ করে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন ট্রাইবুনাল। ওই দিন এই মামলার আসামি পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তাঁর বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০২২ সালেট ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।
বাদী বনজ কুমার এজাহারে উল্লেখ করেন, সাবেক এসপি বাবুল আক্তার তাঁর স্ত্রী মিতুকে হত্যা করেন। পিবিআই ওই মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। ওই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বনজসহ পিবিআইয়ের বিরুদ্ধে ইলিয়াস হোসাইন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছেন।
ওই ভিডিওতে ইলিয়াস তাঁর বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা, রাষ্ট্রের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালান।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২১ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৩০ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে