নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী। আজ রোববার বিকেলে সাভার পৌর এলাকার বাজার রোডের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র–জনতাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান সাইদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৮ সালে সাইদুল ইসলামকে সভাপতি ও মনিরুল ইসলাম মনিরকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। নানা বিতর্কের কারণে চলতি বছর ২২ মার্চ সাইদুল ইসলাম ও মনিরুল ইসলামের কমিটি বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাভারে নিহতদের পরিবারের পক্ষ থেকে সাভার থানায় বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই সব মামলার কয়েকটিতে সাইদুল ইসলামের নাম রয়েছে।
সাইদুল ইসলামের বাবা ব্যবসায়ী জজ মিয়া বলেন, ‘আজ বিকেলের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার বাসায় ঢুকে সাইদুলকে খোঁজাখুঁজি করেন। সাইদুল ঘর থেকে বের হলেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।’
র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে আজ ছাত্রলীগ নেতা সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। আটকের পর তাঁকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।’
ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী। আজ রোববার বিকেলে সাভার পৌর এলাকার বাজার রোডের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র–জনতাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান সাইদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৮ সালে সাইদুল ইসলামকে সভাপতি ও মনিরুল ইসলাম মনিরকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। নানা বিতর্কের কারণে চলতি বছর ২২ মার্চ সাইদুল ইসলাম ও মনিরুল ইসলামের কমিটি বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাভারে নিহতদের পরিবারের পক্ষ থেকে সাভার থানায় বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই সব মামলার কয়েকটিতে সাইদুল ইসলামের নাম রয়েছে।
সাইদুল ইসলামের বাবা ব্যবসায়ী জজ মিয়া বলেন, ‘আজ বিকেলের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার বাসায় ঢুকে সাইদুলকে খোঁজাখুঁজি করেন। সাইদুল ঘর থেকে বের হলেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।’
র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে আজ ছাত্রলীগ নেতা সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। আটকের পর তাঁকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৪ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১২ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৪১ মিনিট আগে