হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরিডুবির ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। তবে চতুর্থ দিনেও সহকারী মাস্টার হুমায়ূন কবিরকে উদ্ধার করা যায়নি।
আজ শনিবার সকাল পৌনে ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘উদ্ধারে সক্ষমতা ছিল না হামজা ও রুস্তমের। গতকাল শুক্রবার ২৫০ টন ওজনের উদ্ধার জাহাজ প্রত্যয় এলে বেলা আড়াইটায় ফেরি উদ্ধারে কাজ শুরু হয়।’
নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের বিষয়ে তিনি বলেন, ‘ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরির দ্বিতীয় চালক হুমায়ূন কবির এখনো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন। তাঁকে এখনো উদ্ধার করা যায়নি।’
উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার ওবায়দুল করীম বলেন, ‘এখনো ফেরি দেখা যাচ্ছে না। সন্ধ্যা নাগাদ এটাকে ভাসমান পর্যায়ে আনা যাবে বলে আশা রাখছি।’
নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরাণ ইমন বলেন, ‘বাহিনীর ডুবুরি টিম, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর অর্ধশতাধিক ডুবুরি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে। আজ বড় বড় ওয়্যার রোপ ফেরির নিচে পাস করে প্রত্যয়ের ক্রেনের সঙ্গে এটাচ করা হবে। যদি এটাচ করতে পারি, তবে ফেরিকে লিভ করার চেষ্টা চালাব। প্রচুর শীত ও কুয়াশায় পানিতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি।’
তিনি বলেন, ডুবে যাওয়া আটটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে এ পর্যন্ত দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। এখনো ছয়টি ট্রাক উদ্ধার করা যায়নি।
আরও পড়ুন:
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরিডুবির ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। তবে চতুর্থ দিনেও সহকারী মাস্টার হুমায়ূন কবিরকে উদ্ধার করা যায়নি।
আজ শনিবার সকাল পৌনে ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘উদ্ধারে সক্ষমতা ছিল না হামজা ও রুস্তমের। গতকাল শুক্রবার ২৫০ টন ওজনের উদ্ধার জাহাজ প্রত্যয় এলে বেলা আড়াইটায় ফেরি উদ্ধারে কাজ শুরু হয়।’
নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের বিষয়ে তিনি বলেন, ‘ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরির দ্বিতীয় চালক হুমায়ূন কবির এখনো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন। তাঁকে এখনো উদ্ধার করা যায়নি।’
উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার ওবায়দুল করীম বলেন, ‘এখনো ফেরি দেখা যাচ্ছে না। সন্ধ্যা নাগাদ এটাকে ভাসমান পর্যায়ে আনা যাবে বলে আশা রাখছি।’
নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরাণ ইমন বলেন, ‘বাহিনীর ডুবুরি টিম, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর অর্ধশতাধিক ডুবুরি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে। আজ বড় বড় ওয়্যার রোপ ফেরির নিচে পাস করে প্রত্যয়ের ক্রেনের সঙ্গে এটাচ করা হবে। যদি এটাচ করতে পারি, তবে ফেরিকে লিভ করার চেষ্টা চালাব। প্রচুর শীত ও কুয়াশায় পানিতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি।’
তিনি বলেন, ডুবে যাওয়া আটটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে এ পর্যন্ত দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। এখনো ছয়টি ট্রাক উদ্ধার করা যায়নি।
আরও পড়ুন:
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৪২ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে