ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি কম দেখে মঞ্চে আক্ষেপ করেছেন সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ। আজ সোমবারের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এই এমপি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ বড় ও সুন্দর মঞ্চ করে, টাঙানো হয় শামিয়ানা। সামনে কয়েক’শ চেয়ার পাতা ছিল। কিন্তু মঞ্চের সামনে দেখা যায় ৪০-৫০ জন শিক্ষার্থী এবং কয়েকজন সাধারণ মানুষ। অথচ এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন হাজার। এটি কলেজের বার্ষিক বড় অনুষ্ঠান। তাতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সুধীজনদের বড় অংশের অনুপস্থিতি নিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।
বক্তব্যে এমপি জাহিদ বলেন, ‘আমি তোমাদের (শিক্ষার্থীদের) ধন্যবাদ জানাই। আমাকে ডাকলে আমি আসব। তবে মনের দৈন্য কাটাতে হবে। পাশের স্কুলে (ডিএন স্কুল) একদিন অনুষ্ঠানে গিয়েছি, মানুষ দাঁড়ানোর জায়গা ছিল না। আমি প্রথমে শুনছিলাম এই কলেজে ছাত্র-ছাত্রী ৩২০ জন। এর মধ্যে উপস্থিত ৫০ জন আছে—চলবে। কিন্তু স্যার (অধ্যক্ষ) বক্তব্যে বললেন, তিন হাজারের বেশি ছাত্র-ছাত্রী। এত বড় কলেজ অথচ মানুষ নাই। তখন আমার কষ্ট লাগছে খুব। এমন অন্যায় তো করি নাই, মাত্র পৌনে তিন মাস হয়েছে এমপি হয়েছি। না করলাম দুর্নীতি, না করলাম চিটারি-বাটপারি। এখনই মানুষজন বিমুখ হয়ে গেল? এটাই চিন্তা করতেছিলাম বসে বসে। চাকরির নামে টাকা নেই নাই, কলেজ-স্কুল সরকারি করার নাম টাকা খাই নাই। সংসদে হাজিরা দিতে দিতেই দেড় মাস গেল।’
তিনি আরও বলেন, ‘মাত্র দুই মাসেই প্রধানমন্ত্রী আমাকে এলাকার উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আগে যারা এমপি ছিলেন তাঁরা কোথায় উন্নয়ন করেছেন? সমস্যা সব জায়গায় আছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে পদক্ষেপ নিচ্ছেন এতে আমি খুব আশাবাদী।’
কলেজের অধ্যক্ষ জীবন কুমার সাহা বলেন, ‘অনুষ্ঠান শুরু হয় ১১টায়। তখন প্রায় হাজার খানেক শিক্ষার্থী উপস্থিত ছিল। আমি শিক্ষার্থীদের নাশতা করিয়েছি। দুপুরের দিকে ছাত্ররা চলে যায়। এমপি মহোদয় এসেছেন পৌনে ৩টার দিকে। তখন শতাধিক শিক্ষার্থী ছিল। আমাদের কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি ছিল না। কিন্তু তারপরেও কম উপস্থিতিতে এমপি মহোদয়ের সামনে বিব্রতকর পরিস্থিতিতে পরেছি।’
নাম প্রকাশ না করার শর্তে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা বলেন, রাজনৈতিক মেরুকরণের ফলে অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগ নেতা কর্মীসহ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরাও উপস্থিত হয়নি।
ঘিওর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, ‘এত বড় অনুষ্ঠান। অথচ খুবই কম উপস্থিতি দৃষ্টিকটু বিষয়। এমপি মহোদয় তার বক্তব্যে এমন কথাটা বলে দুঃখবোধ করেন। কলেজ কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি অস্বীকার করার উপায় নেই। আর অনুষ্ঠানটা হুট করেই করার জন্য স্থানীয় নেতা কর্মী-অনুসারী কম আসছেন।’
কলেজ অধ্যক্ষ জীবন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল ইসলাম খবির, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আতাউর রহমান দরজী জানু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, কলেজের প্রফেসর মো. আনিসুর রহমান, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল।
মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি কম দেখে মঞ্চে আক্ষেপ করেছেন সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ। আজ সোমবারের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এই এমপি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ বড় ও সুন্দর মঞ্চ করে, টাঙানো হয় শামিয়ানা। সামনে কয়েক’শ চেয়ার পাতা ছিল। কিন্তু মঞ্চের সামনে দেখা যায় ৪০-৫০ জন শিক্ষার্থী এবং কয়েকজন সাধারণ মানুষ। অথচ এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন হাজার। এটি কলেজের বার্ষিক বড় অনুষ্ঠান। তাতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সুধীজনদের বড় অংশের অনুপস্থিতি নিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।
বক্তব্যে এমপি জাহিদ বলেন, ‘আমি তোমাদের (শিক্ষার্থীদের) ধন্যবাদ জানাই। আমাকে ডাকলে আমি আসব। তবে মনের দৈন্য কাটাতে হবে। পাশের স্কুলে (ডিএন স্কুল) একদিন অনুষ্ঠানে গিয়েছি, মানুষ দাঁড়ানোর জায়গা ছিল না। আমি প্রথমে শুনছিলাম এই কলেজে ছাত্র-ছাত্রী ৩২০ জন। এর মধ্যে উপস্থিত ৫০ জন আছে—চলবে। কিন্তু স্যার (অধ্যক্ষ) বক্তব্যে বললেন, তিন হাজারের বেশি ছাত্র-ছাত্রী। এত বড় কলেজ অথচ মানুষ নাই। তখন আমার কষ্ট লাগছে খুব। এমন অন্যায় তো করি নাই, মাত্র পৌনে তিন মাস হয়েছে এমপি হয়েছি। না করলাম দুর্নীতি, না করলাম চিটারি-বাটপারি। এখনই মানুষজন বিমুখ হয়ে গেল? এটাই চিন্তা করতেছিলাম বসে বসে। চাকরির নামে টাকা নেই নাই, কলেজ-স্কুল সরকারি করার নাম টাকা খাই নাই। সংসদে হাজিরা দিতে দিতেই দেড় মাস গেল।’
তিনি আরও বলেন, ‘মাত্র দুই মাসেই প্রধানমন্ত্রী আমাকে এলাকার উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আগে যারা এমপি ছিলেন তাঁরা কোথায় উন্নয়ন করেছেন? সমস্যা সব জায়গায় আছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে পদক্ষেপ নিচ্ছেন এতে আমি খুব আশাবাদী।’
কলেজের অধ্যক্ষ জীবন কুমার সাহা বলেন, ‘অনুষ্ঠান শুরু হয় ১১টায়। তখন প্রায় হাজার খানেক শিক্ষার্থী উপস্থিত ছিল। আমি শিক্ষার্থীদের নাশতা করিয়েছি। দুপুরের দিকে ছাত্ররা চলে যায়। এমপি মহোদয় এসেছেন পৌনে ৩টার দিকে। তখন শতাধিক শিক্ষার্থী ছিল। আমাদের কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি ছিল না। কিন্তু তারপরেও কম উপস্থিতিতে এমপি মহোদয়ের সামনে বিব্রতকর পরিস্থিতিতে পরেছি।’
নাম প্রকাশ না করার শর্তে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা বলেন, রাজনৈতিক মেরুকরণের ফলে অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগ নেতা কর্মীসহ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরাও উপস্থিত হয়নি।
ঘিওর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, ‘এত বড় অনুষ্ঠান। অথচ খুবই কম উপস্থিতি দৃষ্টিকটু বিষয়। এমপি মহোদয় তার বক্তব্যে এমন কথাটা বলে দুঃখবোধ করেন। কলেজ কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি অস্বীকার করার উপায় নেই। আর অনুষ্ঠানটা হুট করেই করার জন্য স্থানীয় নেতা কর্মী-অনুসারী কম আসছেন।’
কলেজ অধ্যক্ষ জীবন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল ইসলাম খবির, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আতাউর রহমান দরজী জানু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, কলেজের প্রফেসর মো. আনিসুর রহমান, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে