কাপাসিয়ায় নৌকা নিয়ে জিতলেন বঙ্গতাজের কন্যা রিমি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩: ২১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি। তিনি এই আসনে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। 

গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, সিমিন হোসেন রিমি পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। ১২২টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন। এর মধ্যে প্রাপ্ত ভোট ১ লাখ ৩৬ হাজার ৬৩৪টি। মোট বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৩৭২। এই আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাতজন। 

বাংলাদেশ কংগ্রেস আব্দুর রব খান ডাব প্রতীকে পেয়েছেন ১৮৭ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টির মাসুদ চৌধুরী একতারা প্রতীকে পেয়েছেন ৩৭৮ ভোট। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট টেলিভিশন প্রতীকে মো. সারওয়ার ই কায়নাত পেয়েছেন ১০৫ ভোট। মো. সামসুদ্দিন খান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৭৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী সামসুল হক ট্রাক মার্কায় পেয়েছেন ৩৪৩ ভোট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত