ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে প্রার্থী হওয়ায় দুই অভিভাবক সদস্য প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়টির সাবেক সভাপতির বিরুদ্ধে। এ ছাড়া এক প্রার্থীকে ভয় দেখিয়ে প্রত্যাহার ফরমে স্বাক্ষর নেওয়ারও অভিযোগ উঠেছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. মঞ্জুর আলম বিষয়টি অস্বীকার করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী অভিভাবক সদস্য প্রার্থী মো. সোহানুর রহমান গতকাল শুক্রবার রাতে ও মো. জুলহাস হোসেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘিওর থানায় পৃথক দুটি অভিযোগ করেছেন।
মো. সোহানুর রহমান হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং মো. জুলহাস হোসেন নালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
অভিযোগ দুটির সূত্রে জানা যায়, আগামী ১৫ জুন কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন। এই নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রার্থী হিসেবে গত বুধবার মনোনয়ন ফরম কেনার পর থেকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. মঞ্জুর আলম খানের নির্দেশে আরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন বিবাদী ভুক্তভোগী দুই প্রার্থী মো. সোহানুর রহমান ও মো. জুলহাস হোসেনকে অকথ্য ভাষায় গালাগালি করছেন এবং নির্বাচন থেকে সড়ে না দাঁড়ালে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, গত বৃহস্পতিবার বিবাদীরা কলতা বাজারে মো. সোহানুর রহমানের কাছ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য জোরপূর্বক একটি প্রত্যাহারনামায় স্বাক্ষর নেয় এবং মো. জুলহাস হোসেনকে আরেকটি প্রত্যাহারনামায় জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। এ ছাড়া তাঁরা অনবরত মো. সোহানুর রহমান ও মো. জুলহাস হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
অভিভাবক সদস্য প্রার্থী মো. সোহানুর রহমান বলেন, ‘মঞ্জুর আলম খান দীর্ঘদিন সভাপতি ছিলেন। নতুন আইন অনুযায়ী কেউ দুবারের বেশি সভাপতি হতে পারবেন না, তাই এবার তিনি প্রার্থী হতে পারবেন না। এ কারণে তিনি চাইছেন তাঁর ছায়া হিসেবে কেউ সভাপতি হোক, যাঁকে নিজে নিয়ন্ত্রণ করবেন। মঞ্জুর আলম খান তাঁর লোকজন দিয়ে আমাকে এবং আরেকজন প্রার্থীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ২০-২৫টা মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে মহড়া দেওয়াচ্ছেন। খুবই শঙ্কায় আছি। আমরা নিরাপত্তা চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।’
আরেক অভিভাবক সদস্য প্রার্থী মো. জুলহাস হোসেন জানান, মঞ্জুর আলম খান নির্বাচনের জন্য প্যানেল গঠন করেছেন। তাঁর প্যানেলে যুক্ত না হলে নির্বাচন করতে বাধা দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছেন।
এ বিষয়ে মো. মঞ্জুর আলম খান বলেন, ‘কে বা কারা হুমকি দিয়েছে আমার জানা নেই। সে সময় আমি তো এলাকাতেই ছিলাম না। অভিযোগের বিষয়েও আমি কিছু জানি না।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে দুটি পৃথক লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে প্রার্থী হওয়ায় দুই অভিভাবক সদস্য প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়টির সাবেক সভাপতির বিরুদ্ধে। এ ছাড়া এক প্রার্থীকে ভয় দেখিয়ে প্রত্যাহার ফরমে স্বাক্ষর নেওয়ারও অভিযোগ উঠেছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. মঞ্জুর আলম বিষয়টি অস্বীকার করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী অভিভাবক সদস্য প্রার্থী মো. সোহানুর রহমান গতকাল শুক্রবার রাতে ও মো. জুলহাস হোসেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘিওর থানায় পৃথক দুটি অভিযোগ করেছেন।
মো. সোহানুর রহমান হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং মো. জুলহাস হোসেন নালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
অভিযোগ দুটির সূত্রে জানা যায়, আগামী ১৫ জুন কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন। এই নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রার্থী হিসেবে গত বুধবার মনোনয়ন ফরম কেনার পর থেকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. মঞ্জুর আলম খানের নির্দেশে আরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন বিবাদী ভুক্তভোগী দুই প্রার্থী মো. সোহানুর রহমান ও মো. জুলহাস হোসেনকে অকথ্য ভাষায় গালাগালি করছেন এবং নির্বাচন থেকে সড়ে না দাঁড়ালে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, গত বৃহস্পতিবার বিবাদীরা কলতা বাজারে মো. সোহানুর রহমানের কাছ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য জোরপূর্বক একটি প্রত্যাহারনামায় স্বাক্ষর নেয় এবং মো. জুলহাস হোসেনকে আরেকটি প্রত্যাহারনামায় জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। এ ছাড়া তাঁরা অনবরত মো. সোহানুর রহমান ও মো. জুলহাস হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
অভিভাবক সদস্য প্রার্থী মো. সোহানুর রহমান বলেন, ‘মঞ্জুর আলম খান দীর্ঘদিন সভাপতি ছিলেন। নতুন আইন অনুযায়ী কেউ দুবারের বেশি সভাপতি হতে পারবেন না, তাই এবার তিনি প্রার্থী হতে পারবেন না। এ কারণে তিনি চাইছেন তাঁর ছায়া হিসেবে কেউ সভাপতি হোক, যাঁকে নিজে নিয়ন্ত্রণ করবেন। মঞ্জুর আলম খান তাঁর লোকজন দিয়ে আমাকে এবং আরেকজন প্রার্থীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ২০-২৫টা মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে মহড়া দেওয়াচ্ছেন। খুবই শঙ্কায় আছি। আমরা নিরাপত্তা চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।’
আরেক অভিভাবক সদস্য প্রার্থী মো. জুলহাস হোসেন জানান, মঞ্জুর আলম খান নির্বাচনের জন্য প্যানেল গঠন করেছেন। তাঁর প্যানেলে যুক্ত না হলে নির্বাচন করতে বাধা দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছেন।
এ বিষয়ে মো. মঞ্জুর আলম খান বলেন, ‘কে বা কারা হুমকি দিয়েছে আমার জানা নেই। সে সময় আমি তো এলাকাতেই ছিলাম না। অভিযোগের বিষয়েও আমি কিছু জানি না।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে দুটি পৃথক লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
২ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
৩ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে