শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় ২৩ হাজার টাকা মূল্যের নতুন মোবাইল হাতিয়ে নিতে চার বন্ধুর কাছে অপহরণের শিকার কারখানা শ্রমিককে তার বাবার কাছে হস্তান্তর করেছেন আদালত। দুদিন আগে উদ্ধার হওয়া ভুক্তভোগী অসুস্থ থাকায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার থানা হেফাজতে রাখার পর আজ বুধবার তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
অপহরণের শিকার ওই শ্রমিকের নাম মো. হোসাইন বিজয় (১৭)। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেসানারপাড় এলাকা থেকে তাঁকে উদ্ধার করে ডেমরা থানা-পুলিশ। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল বিজয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বিজয়ের দুই বন্ধু ডেমরার বকুলতলা এলাকার ভাড়াটিয়া মো. সুমন মিয়ার ছেলে মো. তানজিম ইসলাম (১৮) ও বক্সনগর বউ বাজার এলাকার ভাড়াটিয়া ইদ্রিস আলীর ছেলে মো. ইয়ামিন (১৮)। গতকাল মঙ্গলবার বিকেলে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুলিশ বলছে, গত রোববার অপহরণের শিকার বিজয়ের বাবা মো. আলমগীর হোসেন ডেমরা থানায় বিজয়ের ৪ বন্ধুর বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এ দিন তানজিম ও ইয়ামিনকে গ্রেপ্তার করে ডেমরা থানা-পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিজয়কে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো পলাতক রয়েছেন মো. ইমন (২০) ও বাবু (২০) নামে বিজয়ের দুই বন্ধু।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরে ডেমরার গলাকাটা এলাকায় ভুক্তভোগী শ্রমিক বিজয়ের বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায় গ্রেপ্তার তানজিম ও ইমন। তারপর থেকে আর বাসায় ফেরেনি বিজয়। এ দিকে সিসি ক্যামেরার বিশ্লেষণসহ পুলিশ তাদের দক্ষতা কাজে লাগিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করতে সফল হয়।’
তিনি আরও জানান, নতুন কেনা মোবাইল ফোনের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন আসামিরা।
রাজধানীর ডেমরায় ২৩ হাজার টাকা মূল্যের নতুন মোবাইল হাতিয়ে নিতে চার বন্ধুর কাছে অপহরণের শিকার কারখানা শ্রমিককে তার বাবার কাছে হস্তান্তর করেছেন আদালত। দুদিন আগে উদ্ধার হওয়া ভুক্তভোগী অসুস্থ থাকায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার থানা হেফাজতে রাখার পর আজ বুধবার তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
অপহরণের শিকার ওই শ্রমিকের নাম মো. হোসাইন বিজয় (১৭)। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেসানারপাড় এলাকা থেকে তাঁকে উদ্ধার করে ডেমরা থানা-পুলিশ। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল বিজয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বিজয়ের দুই বন্ধু ডেমরার বকুলতলা এলাকার ভাড়াটিয়া মো. সুমন মিয়ার ছেলে মো. তানজিম ইসলাম (১৮) ও বক্সনগর বউ বাজার এলাকার ভাড়াটিয়া ইদ্রিস আলীর ছেলে মো. ইয়ামিন (১৮)। গতকাল মঙ্গলবার বিকেলে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুলিশ বলছে, গত রোববার অপহরণের শিকার বিজয়ের বাবা মো. আলমগীর হোসেন ডেমরা থানায় বিজয়ের ৪ বন্ধুর বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এ দিন তানজিম ও ইয়ামিনকে গ্রেপ্তার করে ডেমরা থানা-পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিজয়কে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো পলাতক রয়েছেন মো. ইমন (২০) ও বাবু (২০) নামে বিজয়ের দুই বন্ধু।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরে ডেমরার গলাকাটা এলাকায় ভুক্তভোগী শ্রমিক বিজয়ের বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায় গ্রেপ্তার তানজিম ও ইমন। তারপর থেকে আর বাসায় ফেরেনি বিজয়। এ দিকে সিসি ক্যামেরার বিশ্লেষণসহ পুলিশ তাদের দক্ষতা কাজে লাগিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করতে সফল হয়।’
তিনি আরও জানান, নতুন কেনা মোবাইল ফোনের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন আসামিরা।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২৭ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে