নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ১৫ জুন বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবুল হাসান।
তিনি বলেন, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে কমিটিতে স্থান না পাওয়া বিদ্রোহীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
আবুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এসব সিসি ফুটেজ সংগ্রহ করে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
গত ২ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি, আর নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর ১৫ জুন ছাত্রদলের ২৬০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন ওই কমিটিতে ৪১ জনকে সহসভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১২ জনকে।
এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে আমাদের কারোর সম্পৃক্ততা নেই। আমরা সভা করছিলাম। অপর পাশে কয়েকটি বিস্ফোরণ হয়। আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য সরকারের ভেতরের এজেন্টরাই এটা করেছে।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ১৫ জুন বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবুল হাসান।
তিনি বলেন, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে কমিটিতে স্থান না পাওয়া বিদ্রোহীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
আবুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এসব সিসি ফুটেজ সংগ্রহ করে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
গত ২ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি, আর নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর ১৫ জুন ছাত্রদলের ২৬০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন ওই কমিটিতে ৪১ জনকে সহসভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১২ জনকে।
এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে আমাদের কারোর সম্পৃক্ততা নেই। আমরা সভা করছিলাম। অপর পাশে কয়েকটি বিস্ফোরণ হয়। আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য সরকারের ভেতরের এজেন্টরাই এটা করেছে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৩ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১১ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৪০ মিনিট আগে