শরীয়তপুর প্রতিনিধি
দলে মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে শরীয়তপুরের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে সেই দলে যোগ দেন। তবে ওই ব্যক্তি আওয়ামী লীগের কেউ নন বলে দাবি করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি।
দল পরিবর্তন করা ওই ব্যক্তি হলেন শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাসেম সরদার। গতকাল শুক্রবার সকালে জেলা শহরের ধানুকা রাণীমহলে আয়োজিত বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি সবার সামনে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ বিষয়ে হাসেম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ৪০ বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। আওয়ামী লীগের জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য রাজপথে অনেক লড়াই-সংগ্রাম করেছি। অত্যাচার-নির্যাতন সহ্য করেছি।’
তিনি আরও বলেন, ‘কিন্তু দল আমার মতো ত্যাগী কর্মীকে মূল্যায়ন না করে সুবিধাবাদী, নব্য হাইব্রিড আওয়ামী লীগারদের মূল্যায়ন করছে। তাদের সঙ্গে নিয়ে রাজনীতি করছে। আর ত্যাগী নেতা-কর্মীদের দলে কোণঠাসা করে রেখেছে। তাই আমি দুধ দিয়ে গোসল করে, তওবা পড়ে বিএনপিতে যোগ দিয়েছি। এখন থেকে আমি আওয়ামী লীগ সরকারের পতনে বিএনপির সঙ্গে লড়াই-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকব।’
এ বিষয়ে শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বলেন, ‘হাসেম সরদার বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই। তিনি নিজেকে আওয়ামী লীগ বলে দাবি করতেন। মূলত তিনি বিএনপিরই লোক।’
তবে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসেম সরদার প্রায় ৪০ বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সক্রিয় কর্মী ছিলেন।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা শহরের ধানুকা রাণীমহলে আয়োজিত বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে হাসেম সরদার সবার উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের ইচ্ছা পোষণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আমরা তাঁর ব্যাপারে খোঁজ-খবর নিয়ে তাঁকে ফুল দিয়ে বিএনপিতে বরণ করে নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘হাসেম সরদারের মতো বহু আওয়ামী লীগের কর্মী রয়েছেন, যাঁরা বিএনপিতে যোগদানে সুযোগের অপেক্ষায় রয়েছেন। আগে যাঁরা আওয়ামী লীগ করতেন, এখন তারাই আওয়ামী লীগকে পছন্দ করছেন না।’
দলে মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে শরীয়তপুরের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে সেই দলে যোগ দেন। তবে ওই ব্যক্তি আওয়ামী লীগের কেউ নন বলে দাবি করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি।
দল পরিবর্তন করা ওই ব্যক্তি হলেন শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাসেম সরদার। গতকাল শুক্রবার সকালে জেলা শহরের ধানুকা রাণীমহলে আয়োজিত বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি সবার সামনে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ বিষয়ে হাসেম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ৪০ বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। আওয়ামী লীগের জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য রাজপথে অনেক লড়াই-সংগ্রাম করেছি। অত্যাচার-নির্যাতন সহ্য করেছি।’
তিনি আরও বলেন, ‘কিন্তু দল আমার মতো ত্যাগী কর্মীকে মূল্যায়ন না করে সুবিধাবাদী, নব্য হাইব্রিড আওয়ামী লীগারদের মূল্যায়ন করছে। তাদের সঙ্গে নিয়ে রাজনীতি করছে। আর ত্যাগী নেতা-কর্মীদের দলে কোণঠাসা করে রেখেছে। তাই আমি দুধ দিয়ে গোসল করে, তওবা পড়ে বিএনপিতে যোগ দিয়েছি। এখন থেকে আমি আওয়ামী লীগ সরকারের পতনে বিএনপির সঙ্গে লড়াই-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকব।’
এ বিষয়ে শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বলেন, ‘হাসেম সরদার বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই। তিনি নিজেকে আওয়ামী লীগ বলে দাবি করতেন। মূলত তিনি বিএনপিরই লোক।’
তবে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসেম সরদার প্রায় ৪০ বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সক্রিয় কর্মী ছিলেন।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা শহরের ধানুকা রাণীমহলে আয়োজিত বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে হাসেম সরদার সবার উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের ইচ্ছা পোষণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আমরা তাঁর ব্যাপারে খোঁজ-খবর নিয়ে তাঁকে ফুল দিয়ে বিএনপিতে বরণ করে নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘হাসেম সরদারের মতো বহু আওয়ামী লীগের কর্মী রয়েছেন, যাঁরা বিএনপিতে যোগদানে সুযোগের অপেক্ষায় রয়েছেন। আগে যাঁরা আওয়ামী লীগ করতেন, এখন তারাই আওয়ামী লীগকে পছন্দ করছেন না।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে