নিজস্ব প্রতিবেদক, সাভার ও সাভার (ঢাকা) প্রতিনিধি
কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে আজ মঙ্গলবার দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় সাভার ও ধামরাইয়ের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
বেলা ১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা ডেইরি গেটে অবস্থান নেয়। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আধঘণ্টা পর মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পরে শিক্ষার্থীরা। এর পর শিক্ষার্থীদের অনেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নেয়। অনেক শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে ক্যাম্পাসে মহড়া দিতে থাকে।
দুপুর দুইটার দিকে গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার সরকারি কলেজ, মীর্জা গোলাম হাফিজ কলেজ, ধামরাই সরকারি কলেজ ও হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। এর পর তারা ক্যাম্পাসে মিছিল করে বিকেল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সাধারণ শিক্ষার্থীরা জানান, কোনো বহিরাগত যাতে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে না পারে এ জন্য তারা বিভিন্ন ফটকে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে।
ক্যাম্পাসের ভেতর ও বাইরে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্যসচিব মাহফুজ ইসলাম মেঘ বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল ছাত্রলীগ ও বহিরাগতরা গত রাতের মতো হামলা চালাবে। সে জন্য আমরা ক্যাম্পাসের সকল গেটে অবস্থান নেই। কোনোভাবেই তাদের আর ক্যাম্পাসের ভেতর ঢুকতে দেওয়া হবে না। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের আন্দোলন চলবে।’
মেঘ আরও জানান, এখনো বিভিন্ন হাসপাতালে প্রায় ১০-১৫ জন আহত আন্দোলনকারী চিকিৎসাধীন। তাদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ জিতুর অবস্থা গুরুতর। তিনি নিজেও হামলায় আহত হয়েছেন বলে জানান।
কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে আজ মঙ্গলবার দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় সাভার ও ধামরাইয়ের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
বেলা ১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা ডেইরি গেটে অবস্থান নেয়। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আধঘণ্টা পর মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পরে শিক্ষার্থীরা। এর পর শিক্ষার্থীদের অনেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নেয়। অনেক শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে ক্যাম্পাসে মহড়া দিতে থাকে।
দুপুর দুইটার দিকে গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার সরকারি কলেজ, মীর্জা গোলাম হাফিজ কলেজ, ধামরাই সরকারি কলেজ ও হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। এর পর তারা ক্যাম্পাসে মিছিল করে বিকেল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সাধারণ শিক্ষার্থীরা জানান, কোনো বহিরাগত যাতে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে না পারে এ জন্য তারা বিভিন্ন ফটকে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে।
ক্যাম্পাসের ভেতর ও বাইরে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্যসচিব মাহফুজ ইসলাম মেঘ বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল ছাত্রলীগ ও বহিরাগতরা গত রাতের মতো হামলা চালাবে। সে জন্য আমরা ক্যাম্পাসের সকল গেটে অবস্থান নেই। কোনোভাবেই তাদের আর ক্যাম্পাসের ভেতর ঢুকতে দেওয়া হবে না। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের আন্দোলন চলবে।’
মেঘ আরও জানান, এখনো বিভিন্ন হাসপাতালে প্রায় ১০-১৫ জন আহত আন্দোলনকারী চিকিৎসাধীন। তাদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ জিতুর অবস্থা গুরুতর। তিনি নিজেও হামলায় আহত হয়েছেন বলে জানান।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে