নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ী ও দোকানমালিকদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কামাল হোসেন রিপন নামের এক ব্যবসায়ী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এনেক্স কো টাওয়ারের সামনে অবস্থিত বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির অস্থায়ী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া মার্কেটের দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন কামাল হোসেন রিপন নামের এক ব্যবসায়ী। তাঁর বয়স ৫০ বছর। বঙ্গবাজারের পুড়ে যাওয়া মার্কেটের দ্বিতীয় তলায় ৫৮/১ নম্বর দোকান ছিল রিপনের। তিনি মিরপুরের বাসিন্দা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন হট্টগোলের সময় সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা, কমিটির কার্যক্রম ও সেখানকার কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হাতাহাতির ঘটনা ঘটেছে। আমাকে সরকারের পক্ষ থেকে অর্থ সংগ্রহের জন্য বলা হয়েছে, আমি সেই চেষ্টাই করছি। ব্যবসায়ীদের মধ্যে কমিটি নিয়ে দ্বন্দ্ব। তাঁদের কার্যক্রমে বিরক্ত হয়ে আমি ঘটনাস্থল ত্যাগ করেছি। কারা ক্ষতিগ্রস্ত, কারা নতুন করে অ্যালটমেন্ট পাবেন তা ঠিক করবে সিটি করপোরেশন।’
নানাভাবে যে অর্থ সংগ্রহ করা হচ্ছে সেটা কীভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা পাবেন? এমন প্রশ্নের জবাবে হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা টাকাগুলো তুলে সংসদ সদস্য ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে দেব। তাঁরা এই টাকাটা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সঙ্গে এই টাকা সমন্বয় করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানমালিকদের প্রদান করা হবে।’
হাতাহাতি-হট্টগোলের কারণ জানতে চাইলে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা বলেন, ‘এখানে আগুনের ঘটনায় ২ হাজার ৯৬১ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনো দোকান অক্ষত ছিল না। নিচতলা, দোতলা, তিনতলার কিছুই অবশিষ্ট নেই। কিন্তু, এখন কেউ কেউ এসে বলা শুরু করল, এখানে নাকি ২ হাজার ৬০০ দোকান। বাকি দোকান নাকি ঘাপলা। এটা শুনে ক্ষতিগ্রস্ত দোকানিরা বিক্ষুব্ধ হয়েছেন। ধাওয়া করেছেন।’
মো. নাজমুল হুদা আরও বলেন, ‘আমরা ধরে ধরে খুঁজে বের করে তালিকা করেছি। তালিকায় ২ হাজার ৯৬১ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম এসেছে। সেই তালিকা আমরা সিটি করপোরেশনকে দিয়েছি। কেউ যদি এখন এখানে এসে হট্টগোল লাগানোর চেষ্টা করে, ষড়যন্ত্র করে তাহলে তো সমস্যা।’
রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ী ও দোকানমালিকদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কামাল হোসেন রিপন নামের এক ব্যবসায়ী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এনেক্স কো টাওয়ারের সামনে অবস্থিত বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির অস্থায়ী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া মার্কেটের দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন কামাল হোসেন রিপন নামের এক ব্যবসায়ী। তাঁর বয়স ৫০ বছর। বঙ্গবাজারের পুড়ে যাওয়া মার্কেটের দ্বিতীয় তলায় ৫৮/১ নম্বর দোকান ছিল রিপনের। তিনি মিরপুরের বাসিন্দা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন হট্টগোলের সময় সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা, কমিটির কার্যক্রম ও সেখানকার কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হাতাহাতির ঘটনা ঘটেছে। আমাকে সরকারের পক্ষ থেকে অর্থ সংগ্রহের জন্য বলা হয়েছে, আমি সেই চেষ্টাই করছি। ব্যবসায়ীদের মধ্যে কমিটি নিয়ে দ্বন্দ্ব। তাঁদের কার্যক্রমে বিরক্ত হয়ে আমি ঘটনাস্থল ত্যাগ করেছি। কারা ক্ষতিগ্রস্ত, কারা নতুন করে অ্যালটমেন্ট পাবেন তা ঠিক করবে সিটি করপোরেশন।’
নানাভাবে যে অর্থ সংগ্রহ করা হচ্ছে সেটা কীভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা পাবেন? এমন প্রশ্নের জবাবে হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা টাকাগুলো তুলে সংসদ সদস্য ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে দেব। তাঁরা এই টাকাটা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সঙ্গে এই টাকা সমন্বয় করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানমালিকদের প্রদান করা হবে।’
হাতাহাতি-হট্টগোলের কারণ জানতে চাইলে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা বলেন, ‘এখানে আগুনের ঘটনায় ২ হাজার ৯৬১ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনো দোকান অক্ষত ছিল না। নিচতলা, দোতলা, তিনতলার কিছুই অবশিষ্ট নেই। কিন্তু, এখন কেউ কেউ এসে বলা শুরু করল, এখানে নাকি ২ হাজার ৬০০ দোকান। বাকি দোকান নাকি ঘাপলা। এটা শুনে ক্ষতিগ্রস্ত দোকানিরা বিক্ষুব্ধ হয়েছেন। ধাওয়া করেছেন।’
মো. নাজমুল হুদা আরও বলেন, ‘আমরা ধরে ধরে খুঁজে বের করে তালিকা করেছি। তালিকায় ২ হাজার ৯৬১ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম এসেছে। সেই তালিকা আমরা সিটি করপোরেশনকে দিয়েছি। কেউ যদি এখন এখানে এসে হট্টগোল লাগানোর চেষ্টা করে, ষড়যন্ত্র করে তাহলে তো সমস্যা।’
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৩ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে