নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক চিকিৎসকের অনিয়ম প্রসঙ্গে বক্তব্য নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক সাংবাদিক। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক তানভীরুল ইসলামের অভিযোগ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক তাঁর সঙ্গে অসদাচরণ করেছেন।
তানভীরুল ইসলাম জানান, আজ সোমবার বেলা আড়াইটার দিকে পরিচালকের কক্ষে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, হাসপাতালটির এক চিকিৎসকের অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে গতকাল রোববার দুপুরে হাসপাতালের পরিচালকের বক্তব্য নিতে যান তিনি। তবে ব্যস্ততা দেখিয়ে পরদিন (সোমবার) বেলা ২টায় হাসপাতালে গিয়ে দেখা করতে বলেন তিনি। সে অনুযায়ী বেলা ২টার দিকে হাসপাতালে পরিচালকের কক্ষে গিয়ে কথা বলেন। একপর্যায়ে পরিচালক উত্তেজিত হয়ে ওঠেন।
সাংবাদিক তানভীরুল ইসলাম বলেন, ‘আমি পরিচালকের অনুমতি নিয়েই তাঁর বক্তব্য ভিডিও করা শুরু করি এবং প্রশ্ন করতে থাকি। তিনি আমার থেকে শুরুতেই প্রশ্নগুলোর বিষয়ে জানতে চান এবং নোট করেন। এরপর কথা প্রসঙ্গে আমি ভিডিও এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুই চিকিৎসক থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করার কথা বলতেই তিনি খ্যাপে যান এবং ভিডিও বন্ধ করতে বলেন। এরপর তিনি নিজের চেয়ার থেকে উঠে এসে আমার মোবাইল কেড়ে নেন, সঙ্গে “অসভ্য”, “ফাজিল”সহ নানা ধরনের গালিগালাজ করতে থাকেন।’
তানভীর বলেন, ‘একপর্যায়ে আমি সাক্ষাৎকার বন্ধ করে চলে আসতে চাইলে তিনি আমাকে বসিয়ে রাখেন এবং ঢাকা পোস্টের ঢামেক প্রতিনিধিকে হাসপাতালে আসার জন্য অন্য কর্মচারীকে ফোন করতে বলেন। যতক্ষণ পর্যন্ত সে না আসবে ততক্ষণ আমাকে বসে থাকতে হবেও বলেন পরিচালক।’ পরিচালক তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভিডিওসহ নিউজের বিভিন্ন তথ্য মুছে দিয়েছেন বলেও অভিযোগ করে তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উনি কোনোভাবে সংক্ষুব্ধ হতে পারেন, এটা দোষের কিছু নয়। যে বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন সেটি আমার এখতিয়ারবহির্ভূত ছিল। কিন্তু তিনি পীড়াপীড়ি করছিলেন, আমি বলার চেষ্টা করেছি এটা আমার এখতিয়ারের বাইরে। তবে হ্যাঁ, এটা নিয়ে কিছুটা ভুল-বোঝাবুঝি হতে পারে। আশা করি, এটার এখানেই অবসান হবে।’
প্রতিষ্ঠানের কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে পরিচালকের কাছেই তো যাবে। এ ক্ষেত্রে হেনস্তার শিকার হওয়া দুঃখজনক কি না, জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমি চেষ্টা করব সব তথ্য দিতে। এটা আসলে ভুল-বোঝাবুঝি হয়েছে, এটা এখানেই সমাধান হবে।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক চিকিৎসকের অনিয়ম প্রসঙ্গে বক্তব্য নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক সাংবাদিক। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক তানভীরুল ইসলামের অভিযোগ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক তাঁর সঙ্গে অসদাচরণ করেছেন।
তানভীরুল ইসলাম জানান, আজ সোমবার বেলা আড়াইটার দিকে পরিচালকের কক্ষে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, হাসপাতালটির এক চিকিৎসকের অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে গতকাল রোববার দুপুরে হাসপাতালের পরিচালকের বক্তব্য নিতে যান তিনি। তবে ব্যস্ততা দেখিয়ে পরদিন (সোমবার) বেলা ২টায় হাসপাতালে গিয়ে দেখা করতে বলেন তিনি। সে অনুযায়ী বেলা ২টার দিকে হাসপাতালে পরিচালকের কক্ষে গিয়ে কথা বলেন। একপর্যায়ে পরিচালক উত্তেজিত হয়ে ওঠেন।
সাংবাদিক তানভীরুল ইসলাম বলেন, ‘আমি পরিচালকের অনুমতি নিয়েই তাঁর বক্তব্য ভিডিও করা শুরু করি এবং প্রশ্ন করতে থাকি। তিনি আমার থেকে শুরুতেই প্রশ্নগুলোর বিষয়ে জানতে চান এবং নোট করেন। এরপর কথা প্রসঙ্গে আমি ভিডিও এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুই চিকিৎসক থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করার কথা বলতেই তিনি খ্যাপে যান এবং ভিডিও বন্ধ করতে বলেন। এরপর তিনি নিজের চেয়ার থেকে উঠে এসে আমার মোবাইল কেড়ে নেন, সঙ্গে “অসভ্য”, “ফাজিল”সহ নানা ধরনের গালিগালাজ করতে থাকেন।’
তানভীর বলেন, ‘একপর্যায়ে আমি সাক্ষাৎকার বন্ধ করে চলে আসতে চাইলে তিনি আমাকে বসিয়ে রাখেন এবং ঢাকা পোস্টের ঢামেক প্রতিনিধিকে হাসপাতালে আসার জন্য অন্য কর্মচারীকে ফোন করতে বলেন। যতক্ষণ পর্যন্ত সে না আসবে ততক্ষণ আমাকে বসে থাকতে হবেও বলেন পরিচালক।’ পরিচালক তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভিডিওসহ নিউজের বিভিন্ন তথ্য মুছে দিয়েছেন বলেও অভিযোগ করে তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উনি কোনোভাবে সংক্ষুব্ধ হতে পারেন, এটা দোষের কিছু নয়। যে বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন সেটি আমার এখতিয়ারবহির্ভূত ছিল। কিন্তু তিনি পীড়াপীড়ি করছিলেন, আমি বলার চেষ্টা করেছি এটা আমার এখতিয়ারের বাইরে। তবে হ্যাঁ, এটা নিয়ে কিছুটা ভুল-বোঝাবুঝি হতে পারে। আশা করি, এটার এখানেই অবসান হবে।’
প্রতিষ্ঠানের কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে পরিচালকের কাছেই তো যাবে। এ ক্ষেত্রে হেনস্তার শিকার হওয়া দুঃখজনক কি না, জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমি চেষ্টা করব সব তথ্য দিতে। এটা আসলে ভুল-বোঝাবুঝি হয়েছে, এটা এখানেই সমাধান হবে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৩৫ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে