বরকল (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বরকলে তরুণ তরুণীদের অংশগ্রহণে জলকেলি উৎসবের মধ্যে দিয়ে সম্পন্ন হলো মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই। আজ সোমবার সকালে মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) আয়োজনে উপজেলার খেলার মাঠ প্রাঙ্গণে এ জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সাংগ্রাই অনুষ্ঠানে বাঁশ খেলা, হাঁস খেলা, দড়ি টানাটানি খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন বরকল মাসস।
বরকল উপজেলা মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) সভাপতি মংহ্লাচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন ও বরকল থানার ওসি মো. নাছির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল বলেন, ‘সকল সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, লোভ–লালসা এসব মন থেকে দূর করতে হবে। কারণ এগুলোই সকল ধর্মের শিক্ষা।’
মো. মতিউল ইসলাম মণ্ডল আরও বলেন, ‘জলকেলি শব্দটি ছোটবেলা থেকে শুনে আসলেও দেখার সুযোগ হয়নি। কিন্তু এবারে বরকলে যোগদানের পর স্বচক্ষে দেখতে পেয়ে খুবই আনন্দবোধ করেছি। এ জন্য জলকেলি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।’
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, ‘পাহাড়ের মানুষ খুবই আনন্দপ্রিয়। আর মারমার সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব হলো জলকেলি উৎসব। সকলেই এ উৎসব উপভোগ করেছেন।’
সভাপতি বক্তব্য মংহ্লাচিং মারমা বলেন, ‘প্রতি বছরের মতো এ বছর পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে সানন্দে গ্রহণ করে আমাদের এ সাংগ্রাই। এর পাশাপাশি জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিত থাকায় এবং সহযোগিতা করায় অনুষ্ঠান উদ্যাপন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে যেন এ সহযোগিতা অব্যাহত থাকে এ প্রত্যাশা রাখেন তিনি।
এ সময় সাংগ্রাই ও জলকেলি উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব কায়গ্রীন মারমা, সদস্য উজ্জ্বল ত্রিপুরা, সদস্য প্রুথোয়াই মারমাসহ মারমা সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাঙামাটির বরকলে তরুণ তরুণীদের অংশগ্রহণে জলকেলি উৎসবের মধ্যে দিয়ে সম্পন্ন হলো মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই। আজ সোমবার সকালে মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) আয়োজনে উপজেলার খেলার মাঠ প্রাঙ্গণে এ জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সাংগ্রাই অনুষ্ঠানে বাঁশ খেলা, হাঁস খেলা, দড়ি টানাটানি খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন বরকল মাসস।
বরকল উপজেলা মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) সভাপতি মংহ্লাচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন ও বরকল থানার ওসি মো. নাছির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল বলেন, ‘সকল সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, লোভ–লালসা এসব মন থেকে দূর করতে হবে। কারণ এগুলোই সকল ধর্মের শিক্ষা।’
মো. মতিউল ইসলাম মণ্ডল আরও বলেন, ‘জলকেলি শব্দটি ছোটবেলা থেকে শুনে আসলেও দেখার সুযোগ হয়নি। কিন্তু এবারে বরকলে যোগদানের পর স্বচক্ষে দেখতে পেয়ে খুবই আনন্দবোধ করেছি। এ জন্য জলকেলি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।’
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, ‘পাহাড়ের মানুষ খুবই আনন্দপ্রিয়। আর মারমার সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব হলো জলকেলি উৎসব। সকলেই এ উৎসব উপভোগ করেছেন।’
সভাপতি বক্তব্য মংহ্লাচিং মারমা বলেন, ‘প্রতি বছরের মতো এ বছর পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে সানন্দে গ্রহণ করে আমাদের এ সাংগ্রাই। এর পাশাপাশি জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিত থাকায় এবং সহযোগিতা করায় অনুষ্ঠান উদ্যাপন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে যেন এ সহযোগিতা অব্যাহত থাকে এ প্রত্যাশা রাখেন তিনি।
এ সময় সাংগ্রাই ও জলকেলি উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব কায়গ্রীন মারমা, সদস্য উজ্জ্বল ত্রিপুরা, সদস্য প্রুথোয়াই মারমাসহ মারমা সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে