কক্সবাজার প্রতিনিধি
বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে ‘এফবি রশিদা’ নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারটিতে থাকা ১৯ মাঝি-মাল্লা সাগরতীরে উঠে আসেন। তীরে ফেরা মোহাস্মদ জামাল (৩৭) নামের এক জেলেকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জেলে জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গোপসাগরের লাবণী চ্যানেলে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারটি ভেসে গিয়ে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন।
এফবি রশিদার জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝোড়ো বাতাসের কবলে পড়ে তাদের ট্রলারটি। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেলের দিকে সাগর থেকে ফেরার পথে ইনানী পয়েন্টে ৫টি ও কক্সবাজার সৈকতের পশ্চিমের পয়েন্টে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সব ট্রলারের মাঝিরা সাঁতার কেটে অন্য ট্রলার কিংবা কূলে উঠে আসতে সক্ষম হয়েছে।
দেলোয়ার হোসেন জানান, সাগর থেকে এখনো শতাধিক ট্রলার ঘাটে ফিরে আসেনি। এসব ট্রলারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। আবহাওয়া অফিসের সতর্কতা জারির আগে এসব ট্রলার মাছ ধরতে সাগরে যায়। কিন্তু সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারির পর তারা ট্রলারগুলোকে ফিরে আসার নির্দেশনা দেন।
বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে ‘এফবি রশিদা’ নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারটিতে থাকা ১৯ মাঝি-মাল্লা সাগরতীরে উঠে আসেন। তীরে ফেরা মোহাস্মদ জামাল (৩৭) নামের এক জেলেকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জেলে জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গোপসাগরের লাবণী চ্যানেলে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারটি ভেসে গিয়ে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন।
এফবি রশিদার জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝোড়ো বাতাসের কবলে পড়ে তাদের ট্রলারটি। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেলের দিকে সাগর থেকে ফেরার পথে ইনানী পয়েন্টে ৫টি ও কক্সবাজার সৈকতের পশ্চিমের পয়েন্টে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সব ট্রলারের মাঝিরা সাঁতার কেটে অন্য ট্রলার কিংবা কূলে উঠে আসতে সক্ষম হয়েছে।
দেলোয়ার হোসেন জানান, সাগর থেকে এখনো শতাধিক ট্রলার ঘাটে ফিরে আসেনি। এসব ট্রলারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। আবহাওয়া অফিসের সতর্কতা জারির আগে এসব ট্রলার মাছ ধরতে সাগরে যায়। কিন্তু সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারির পর তারা ট্রলারগুলোকে ফিরে আসার নির্দেশনা দেন।
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১৪ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে