নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বৈষম্যবিরোধী আন্দোলন চট্টগ্রামে অস্ত্রধারীদের গুলিতে পথচারী শহীদুল ইসলাম নিহতের ঘটনায় আটজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল সোমবার নগরীর চান্দগাঁও থানায় নিহতের ভাই শফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিদুল কবির মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে মহিউদ্দিন ফরহাদ নামে এক ব্যক্তিকে। যিনি স্থানীয় কাউন্সিলর ও যুবলীগ নেতা এসরারুল হকের সহযোগী হিসেবে পরিচিত।
বাকি আসামিরা হলেন জালাল ওরফে ড্রিল জালাল (৪২), মো. ফরিদ (৪২), সরকারি সিটি কলেজছাত্র সংসদের ভিপি তাহসিন (২৭), এইচ এম মিঠু (৪০), জাফর (৩৮), ফিরোজ (৩৮) ও দেলায়ার (৪০)। অভিযুক্তরা সবাই আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ৩ আগস্ট সন্ধ্যায় আসামিরা বহদ্দারহাট মোড়সহ আশপাশের রাস্তায় টায়ার জ্বালিয়ে হাতে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় বহদ্দারহাট কাঁচাবাজার থেকে বাজার করে বাসায় ফেরার পথে বহদ্দারবাড়ি জামে মসজিদের সামনে বিবাদীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন শহীদ। পরে তাঁর মৃত্যু হয়।
তথ্যমতে, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নিউ মার্কেট মোড়ে সমাবেশ করে ছাত্র–জনতা। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে ষোলোশহর মেয়র গলিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলার ঘটনা ঘটে।
এরপর বহদ্দারহাট এলাকায় সিটি মেয়র এম রেজাউল করিমের বাসভবনে হামলা হয়। সিটি মেয়রের বাসভবনে হামলার সময় গুলিবিদ্ধ হন পথচারী শহীদুল ইসলাম শহীদ। পরে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওই দিনই পাল্টা হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বর্তমান আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনেও হামলার ঘটনা ঘটে।
এর আগে ১৬ জুলাই নগরীর মুরাদপুরে ও ১৮ জুলাই বহদ্দারহাটে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে মামলায় উল্লেখিত আট আসামিদের বিরুদ্ধে প্রকাশ্যে পিস্তল, শটগান, এলজি দিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। গুলিবর্ষণের একাধিক ছবি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ হয়।
ওইসব ঘটনায় তাৎক্ষণিক শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও মারা যায়। এ ছাড়া ৫ আগস্ট সরকার পতনের আগের দিনও চট্টগ্রামে নিউমার্কেট এলাকায় অভিযুক্তদের একজনকে একে-২২ রাইফেল নিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়।
বৈষম্যবিরোধী আন্দোলন চট্টগ্রামে অস্ত্রধারীদের গুলিতে পথচারী শহীদুল ইসলাম নিহতের ঘটনায় আটজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল সোমবার নগরীর চান্দগাঁও থানায় নিহতের ভাই শফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিদুল কবির মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে মহিউদ্দিন ফরহাদ নামে এক ব্যক্তিকে। যিনি স্থানীয় কাউন্সিলর ও যুবলীগ নেতা এসরারুল হকের সহযোগী হিসেবে পরিচিত।
বাকি আসামিরা হলেন জালাল ওরফে ড্রিল জালাল (৪২), মো. ফরিদ (৪২), সরকারি সিটি কলেজছাত্র সংসদের ভিপি তাহসিন (২৭), এইচ এম মিঠু (৪০), জাফর (৩৮), ফিরোজ (৩৮) ও দেলায়ার (৪০)। অভিযুক্তরা সবাই আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ৩ আগস্ট সন্ধ্যায় আসামিরা বহদ্দারহাট মোড়সহ আশপাশের রাস্তায় টায়ার জ্বালিয়ে হাতে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় বহদ্দারহাট কাঁচাবাজার থেকে বাজার করে বাসায় ফেরার পথে বহদ্দারবাড়ি জামে মসজিদের সামনে বিবাদীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন শহীদ। পরে তাঁর মৃত্যু হয়।
তথ্যমতে, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নিউ মার্কেট মোড়ে সমাবেশ করে ছাত্র–জনতা। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে ষোলোশহর মেয়র গলিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলার ঘটনা ঘটে।
এরপর বহদ্দারহাট এলাকায় সিটি মেয়র এম রেজাউল করিমের বাসভবনে হামলা হয়। সিটি মেয়রের বাসভবনে হামলার সময় গুলিবিদ্ধ হন পথচারী শহীদুল ইসলাম শহীদ। পরে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওই দিনই পাল্টা হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বর্তমান আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনেও হামলার ঘটনা ঘটে।
এর আগে ১৬ জুলাই নগরীর মুরাদপুরে ও ১৮ জুলাই বহদ্দারহাটে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে মামলায় উল্লেখিত আট আসামিদের বিরুদ্ধে প্রকাশ্যে পিস্তল, শটগান, এলজি দিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। গুলিবর্ষণের একাধিক ছবি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ হয়।
ওইসব ঘটনায় তাৎক্ষণিক শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও মারা যায়। এ ছাড়া ৫ আগস্ট সরকার পতনের আগের দিনও চট্টগ্রামে নিউমার্কেট এলাকায় অভিযুক্তদের একজনকে একে-২২ রাইফেল নিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে