রাঙামাটি প্রতিনিধি
লাখো মানুষের সাধুবাদের মধ্যে দিয়ে শেষ হলো রাঙামাটির রাজবন বিহারে ৪৮তম কঠিন চীবর দান। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ২৪ ঘণ্টার মধ্যে কোমর তাঁতের মাধ্যমে তৈরি কঠিন চীবর রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে তুলে দেন চাকমা রাজা দেবাশীষ রায়। এ সময় লাখো পুণ্যার্থীর সাধুবাদে মুখরিত হয় রাজবন বিহার এলাকা।
এরে আগে পূণ্যার্থীদের পক্ষ থেকে বুদ্ধ ভিক্ষুদের কাছে পঞ্চশীল প্রার্থনা করেন চাকমা রাজা দেবাশীষ রায়।
শীল গ্রহণের পর কঠিন চীবর, বুদ্ধমূর্তি, কল্পতরু দান, সংঘদান, অষ্টপরিষ্কার দানসহ নানান দান কার্য সম্পাদন করা হয়। এ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। দান শেষে দেশের বিশিষ্ট পণ্ডিত বুদ্ধ ভিক্ষুগণ ধর্ম দেশনা দেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে শুরু হওয়া দুই দিনের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাঙামাটিতে ভিড় করেন দেশ–বিদেশের লাখো পুণ্যার্থী।
ধর্মীয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, মণি স্বপন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি জেলা পরিষদের অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান, রাঙামাটি সিভিল সার্জন ড. নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ শাহ ইমরান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, চাকমা রানি য়েন য়েন সহ জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
গৌতম বুদ্ধের সময় ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে চীবর তৈরি করে বুদ্ধ ও তাঁর শিষ্য সংঘকে দান করেন বিশাখা নামে এক নারী।
১৯৭২ সালে রাঙামাটির লংগদুতে পরি–নির্বাপিত সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) সর্বপ্রথম এ রীতিতে কঠিন চীবর দান প্রচলন করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে এ রীতিতে চীবর দান করে আসছেন পাহাড়ের বৌদ্ধধর্মাবলম্বীরা। বৌদ্ধদের বিশ্বাস, কঠিন চীবর দানের মাধ্যমে সুখ শান্তি অর্জনের পাশাপাশি পরবর্তী জন্মে সুখ লাভ করা যায়।
লাখো মানুষের সাধুবাদের মধ্যে দিয়ে শেষ হলো রাঙামাটির রাজবন বিহারে ৪৮তম কঠিন চীবর দান। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ২৪ ঘণ্টার মধ্যে কোমর তাঁতের মাধ্যমে তৈরি কঠিন চীবর রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে তুলে দেন চাকমা রাজা দেবাশীষ রায়। এ সময় লাখো পুণ্যার্থীর সাধুবাদে মুখরিত হয় রাজবন বিহার এলাকা।
এরে আগে পূণ্যার্থীদের পক্ষ থেকে বুদ্ধ ভিক্ষুদের কাছে পঞ্চশীল প্রার্থনা করেন চাকমা রাজা দেবাশীষ রায়।
শীল গ্রহণের পর কঠিন চীবর, বুদ্ধমূর্তি, কল্পতরু দান, সংঘদান, অষ্টপরিষ্কার দানসহ নানান দান কার্য সম্পাদন করা হয়। এ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। দান শেষে দেশের বিশিষ্ট পণ্ডিত বুদ্ধ ভিক্ষুগণ ধর্ম দেশনা দেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে শুরু হওয়া দুই দিনের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাঙামাটিতে ভিড় করেন দেশ–বিদেশের লাখো পুণ্যার্থী।
ধর্মীয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, মণি স্বপন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি জেলা পরিষদের অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান, রাঙামাটি সিভিল সার্জন ড. নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ শাহ ইমরান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, চাকমা রানি য়েন য়েন সহ জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
গৌতম বুদ্ধের সময় ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে চীবর তৈরি করে বুদ্ধ ও তাঁর শিষ্য সংঘকে দান করেন বিশাখা নামে এক নারী।
১৯৭২ সালে রাঙামাটির লংগদুতে পরি–নির্বাপিত সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) সর্বপ্রথম এ রীতিতে কঠিন চীবর দান প্রচলন করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে এ রীতিতে চীবর দান করে আসছেন পাহাড়ের বৌদ্ধধর্মাবলম্বীরা। বৌদ্ধদের বিশ্বাস, কঠিন চীবর দানের মাধ্যমে সুখ শান্তি অর্জনের পাশাপাশি পরবর্তী জন্মে সুখ লাভ করা যায়।
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১৫ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে