সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্থায়ী পশুর হাটে বিদ্যুতায়িত হয়ে দুটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ গরুর মালিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাদানবিবিরহাট শাহজাহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠের অস্থায়ী পশুর হাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি গরু নিয়ে দুপুরের পর অস্থায়ী হাটে আসেন ভাটিয়ারি কলেজ পাড়া এলাকার খামারি রাসেল। সন্ধ্যা নামার আগেই বাজারের ইজারাদার বিদ্যুৎ সংযোগ চালু করে দেন। এতে মুহূর্তেই বাজারের খুঁটির সঙ্গে দুটি গরু বিদ্যুতায়িত হয়। গরু দুটিকে বাঁচাতে গিয়ে খামারি রাসেল ও তাঁর সঙ্গে থাকা একটি শিশু বিদ্যুতায়িত হয়। উপস্থিত লোকজন শুকনো লাঠি দিয়ে ধাক্কা দিয়ে রাসেল ও শিশুটিকে সরিয়ে দিলে তাঁরা দূরে ছিটকে পড়েন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। কিন্তু গরু দুটি মারা যায়।
আহত খামারি রাসেল কান্নাজড়িত কণ্ঠে জানান, তাঁর গরু দুটি যে খুঁটির সঙ্গে বেঁধেছিলেন, বিদ্যুতের লাইন সে খুঁটির সঙ্গে জড়িয়ে ছিল। ইজারাদারের গাফিলতি ও বিদ্যুৎ লাইনের তারে সমস্যা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা হবে।
এ বিষয়ে অস্থায়ী হাটের ইজারাদার মো. আলাউদ্দিন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুটি গরু মারা যাওয়ার ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। তাঁরা ক্ষতিগ্রস্ত মালিকের সঙ্গে কথা বলবেন এবং সাধ্যমতো সহায়তা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন কল করেছেন। বাজার ইজারাদার ও ক্ষতিগ্রস্ত গরু মালিককে ডেকে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্থায়ী পশুর হাটে বিদ্যুতায়িত হয়ে দুটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ গরুর মালিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাদানবিবিরহাট শাহজাহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠের অস্থায়ী পশুর হাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি গরু নিয়ে দুপুরের পর অস্থায়ী হাটে আসেন ভাটিয়ারি কলেজ পাড়া এলাকার খামারি রাসেল। সন্ধ্যা নামার আগেই বাজারের ইজারাদার বিদ্যুৎ সংযোগ চালু করে দেন। এতে মুহূর্তেই বাজারের খুঁটির সঙ্গে দুটি গরু বিদ্যুতায়িত হয়। গরু দুটিকে বাঁচাতে গিয়ে খামারি রাসেল ও তাঁর সঙ্গে থাকা একটি শিশু বিদ্যুতায়িত হয়। উপস্থিত লোকজন শুকনো লাঠি দিয়ে ধাক্কা দিয়ে রাসেল ও শিশুটিকে সরিয়ে দিলে তাঁরা দূরে ছিটকে পড়েন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। কিন্তু গরু দুটি মারা যায়।
আহত খামারি রাসেল কান্নাজড়িত কণ্ঠে জানান, তাঁর গরু দুটি যে খুঁটির সঙ্গে বেঁধেছিলেন, বিদ্যুতের লাইন সে খুঁটির সঙ্গে জড়িয়ে ছিল। ইজারাদারের গাফিলতি ও বিদ্যুৎ লাইনের তারে সমস্যা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা হবে।
এ বিষয়ে অস্থায়ী হাটের ইজারাদার মো. আলাউদ্দিন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুটি গরু মারা যাওয়ার ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। তাঁরা ক্ষতিগ্রস্ত মালিকের সঙ্গে কথা বলবেন এবং সাধ্যমতো সহায়তা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন কল করেছেন। বাজার ইজারাদার ও ক্ষতিগ্রস্ত গরু মালিককে ডেকে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে