কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ব্যবসায়ী রাজু হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছা ফরিদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
মামলায় রাষ্ট্র পক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) মো. রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন–উপজেলার উত্তর ত্রিশ গ্রামের রফিক মিয়া, একই উপজেলার মির্জানগর গ্রামের সুমন মিয়া, আবদুল মান্নান ও ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের নাজমুল শিকদার।
মামলা সূত্রে জানা যায়, জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে কাপড়ের ব্যবসা করত নিহত রাজু। তার প্রতিবেশী মোবাইল দোকানদার রফিকুল ইসলামের কাছে সে সাড়ে তিন লাখ টাকা পায়। এ আর্থিক লেনদেন নিয়ে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
এ বিরোধের জেরে রফিকুল স্থানীয় কসাই সুমনকে সঙ্গে নিয়ে হত্যার পরিকল্পনা করেন। সে অনুযায়ী ২০১৩ সালের ২ ডিসেম্বর রাজুকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। তাঁর মাথা বিচ্ছিন্ন করে সেফটি ট্যাংকে ফেলে দেওয়া হয়। দেহটি মাটি চাপা দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় আটজনকে সন্দেহভাজন আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে হত্যার সঙ্গে জড়িত চারজনকে আসামিকে করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বে বিষয়ে এপিপি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার মূল পরিকল্পনাকারী রফিকুল ইসলাম নিহত ব্যবসায়ী রাজুর পাওনা টাকা ফেরত না দেওয়ায় তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ জন্য তিনি কসাই সুমনসহ অন্যদের ভাড়া করেন। সবাই রাজুকে হাত–পা চেপে ধরে আর কসাই সুমন ছড়ি দিয়ে গলা বিচ্ছিন্ন করে।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে সবাই আদালতে স্বীকারোক্তি দেন। এ হত্যা মামলায় ৪৭ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষে ২২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন আদালত। এ ছাড়া প্রত্যককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণাকালে সব আসামি পলাতক ছিলেন।’
কুমিল্লায় ব্যবসায়ী রাজু হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছা ফরিদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
মামলায় রাষ্ট্র পক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) মো. রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন–উপজেলার উত্তর ত্রিশ গ্রামের রফিক মিয়া, একই উপজেলার মির্জানগর গ্রামের সুমন মিয়া, আবদুল মান্নান ও ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের নাজমুল শিকদার।
মামলা সূত্রে জানা যায়, জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে কাপড়ের ব্যবসা করত নিহত রাজু। তার প্রতিবেশী মোবাইল দোকানদার রফিকুল ইসলামের কাছে সে সাড়ে তিন লাখ টাকা পায়। এ আর্থিক লেনদেন নিয়ে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
এ বিরোধের জেরে রফিকুল স্থানীয় কসাই সুমনকে সঙ্গে নিয়ে হত্যার পরিকল্পনা করেন। সে অনুযায়ী ২০১৩ সালের ২ ডিসেম্বর রাজুকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। তাঁর মাথা বিচ্ছিন্ন করে সেফটি ট্যাংকে ফেলে দেওয়া হয়। দেহটি মাটি চাপা দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় আটজনকে সন্দেহভাজন আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে হত্যার সঙ্গে জড়িত চারজনকে আসামিকে করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বে বিষয়ে এপিপি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার মূল পরিকল্পনাকারী রফিকুল ইসলাম নিহত ব্যবসায়ী রাজুর পাওনা টাকা ফেরত না দেওয়ায় তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ জন্য তিনি কসাই সুমনসহ অন্যদের ভাড়া করেন। সবাই রাজুকে হাত–পা চেপে ধরে আর কসাই সুমন ছড়ি দিয়ে গলা বিচ্ছিন্ন করে।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে সবাই আদালতে স্বীকারোক্তি দেন। এ হত্যা মামলায় ৪৭ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষে ২২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন আদালত। এ ছাড়া প্রত্যককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণাকালে সব আসামি পলাতক ছিলেন।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২৫ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে