ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু, আহত ২ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৫৭

ব্রাহ্মণবাড়িয়া রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক সাবেক ছাত্রদল নেতা মো. আদিল মিয়া (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই আরোহী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সদর উপজেলার চিনাইর নোয়াবাড়ি রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। 

আদিল মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকার জাহের মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি চিনাইর এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করছিল। ওই সময় মোটরসাইকেলে করে জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. আদিল মিয়া এবং তার দুই বন্ধুকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে ফিরছিলেন। 

এ সময় মোটরসাইকেলটি লেভেল ক্রসিং আসলে ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আদিল ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। তার সঙ্গে থাকা অপর দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসক। 

 এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত