কুমিল্লা প্রতিনিধি
প্রায় সোয়া দুই বছরেও অপহৃত ব্যবসায়ী কুমিল্লার নাঙ্গলকোটের বাসিন্দা নূর উদ্দিন সাগরের (২৩) খোঁজ মেলেনি। এ ঘটনায় অপহরণকারীদের দাবি অনুযায়ী স্বজনেরা মুক্তিপণ দিলেও তিনি ছাড়া পাননি। শেষে মামলা হলে তারও দৃশ্যমান অগ্রগতি নেই। তাই এবার তাঁর মা প্রধানমন্ত্রীর কাছে নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে সহায়তা চেয়েছেন।
অপহৃত সাগরের মা নুরনাহার বেগম বলেন, ‘দুই বছরের বেশি সময় পার হলো। ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে জানি না। জীবিত বা মৃত আমি ছেলেকে দেখতে চাই। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই।’
সাগরের বাবা নূর আহম্মেদ বলেন, ‘ছেলের শোকে আমার স্ট্রোক হয়েছে। তার সন্ধানের জন্য পুলিশ যখন যা বলেছে, তা-ই করেছি। পুলিশের পর মামলাটি পিবিআই তদন্ত করলেও কোনো অগ্রগতি নেই। ছেলের সন্ধান না পাওয়ায় আমার পুরো পরিবার উৎকণ্ঠা নিয়ে দিন পার করছি। এ বিষয়ে প্রশাসনের কাছে মামলার দৃশ্যমান অগ্রগতি কামনা করছি।’
মামলার বিবরণে জানা গেছে, ব্যবসায়ী নূর উদ্দিন সাগরের বাবা কাতারপ্রবাসী নূর আহম্মেদ আট বছর আগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লালটিলার প্রায় ১৯ একর জমি কেনেন। সেখানে তাঁর ছেলে নূর উদ্দিন সাগর খামার করে গরু, ছাগল ও মুরগি পালন করছিলেন। ২০২১ সালের ২৩ মে রাতে অপহরণের শিকার হন তিনি। পরে তাঁর মোবাইল ফোন থেকে বাবার ইমু নম্বরে একটি ভয়েস রেকর্ড পাঠানো হয়। সেখানে সাগর বলেন, ‘আসসালামু আলাইকুম। আব্বা, আমারে শান্তিবাহিনী নিয়া গেছে। পুলিশ, আর্মি, প্রশাসন কাউকে বলবেন না। আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝছেননি? আর হেতারা যেইটা বলে সেইটা শুইনেন।’
একই বার্তা সাগরের আরেক ভাই কুয়েতপ্রবাসী রাজু আহম্মেদকেও পাঠানো হয়। ঘটনার পরদিন ২৪ মে সাগর তাঁর বড় বোন তাহমিনার মোবাইল নম্বরে ফোন করে অপহরণকারীদের বিকাশসহ বিভিন্ন মাধ্যমে ৫ লাখ টাকা পাঠাতে বলেন। পরে সাগর আবার ফোন করে জানান, টাকা পাঠাতে দেরি করায় অপহরণকারীরা তাঁর দুই আঙুল কেটে ফেলেছে। পরে বিভিন্ন মাধ্যমে অপহরণকারীদের তিন লাখ টাকা দেওয়া হয়। অপহরণকারীরা তাঁদের জানায়, আরও দুই লাখ টাকা রেডি রাখতে, তারা সাগরকে ফেরত দিতে নিয়ে আসবে। কিন্তু এর পর থেকে তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে অপহৃত নূর উদ্দিন সাগরের ভাই মো. সালাউদ্দিন বাদী হয়ে ৩ জুন মানিকছড়ি থানায় অপহরণ মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মামলার কিছু আলামত ও সন্দেহভাজন কিছু লোককে শনাক্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে এসব যাচাই করা হচ্ছে।
প্রায় সোয়া দুই বছরেও অপহৃত ব্যবসায়ী কুমিল্লার নাঙ্গলকোটের বাসিন্দা নূর উদ্দিন সাগরের (২৩) খোঁজ মেলেনি। এ ঘটনায় অপহরণকারীদের দাবি অনুযায়ী স্বজনেরা মুক্তিপণ দিলেও তিনি ছাড়া পাননি। শেষে মামলা হলে তারও দৃশ্যমান অগ্রগতি নেই। তাই এবার তাঁর মা প্রধানমন্ত্রীর কাছে নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে সহায়তা চেয়েছেন।
অপহৃত সাগরের মা নুরনাহার বেগম বলেন, ‘দুই বছরের বেশি সময় পার হলো। ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে জানি না। জীবিত বা মৃত আমি ছেলেকে দেখতে চাই। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই।’
সাগরের বাবা নূর আহম্মেদ বলেন, ‘ছেলের শোকে আমার স্ট্রোক হয়েছে। তার সন্ধানের জন্য পুলিশ যখন যা বলেছে, তা-ই করেছি। পুলিশের পর মামলাটি পিবিআই তদন্ত করলেও কোনো অগ্রগতি নেই। ছেলের সন্ধান না পাওয়ায় আমার পুরো পরিবার উৎকণ্ঠা নিয়ে দিন পার করছি। এ বিষয়ে প্রশাসনের কাছে মামলার দৃশ্যমান অগ্রগতি কামনা করছি।’
মামলার বিবরণে জানা গেছে, ব্যবসায়ী নূর উদ্দিন সাগরের বাবা কাতারপ্রবাসী নূর আহম্মেদ আট বছর আগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লালটিলার প্রায় ১৯ একর জমি কেনেন। সেখানে তাঁর ছেলে নূর উদ্দিন সাগর খামার করে গরু, ছাগল ও মুরগি পালন করছিলেন। ২০২১ সালের ২৩ মে রাতে অপহরণের শিকার হন তিনি। পরে তাঁর মোবাইল ফোন থেকে বাবার ইমু নম্বরে একটি ভয়েস রেকর্ড পাঠানো হয়। সেখানে সাগর বলেন, ‘আসসালামু আলাইকুম। আব্বা, আমারে শান্তিবাহিনী নিয়া গেছে। পুলিশ, আর্মি, প্রশাসন কাউকে বলবেন না। আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝছেননি? আর হেতারা যেইটা বলে সেইটা শুইনেন।’
একই বার্তা সাগরের আরেক ভাই কুয়েতপ্রবাসী রাজু আহম্মেদকেও পাঠানো হয়। ঘটনার পরদিন ২৪ মে সাগর তাঁর বড় বোন তাহমিনার মোবাইল নম্বরে ফোন করে অপহরণকারীদের বিকাশসহ বিভিন্ন মাধ্যমে ৫ লাখ টাকা পাঠাতে বলেন। পরে সাগর আবার ফোন করে জানান, টাকা পাঠাতে দেরি করায় অপহরণকারীরা তাঁর দুই আঙুল কেটে ফেলেছে। পরে বিভিন্ন মাধ্যমে অপহরণকারীদের তিন লাখ টাকা দেওয়া হয়। অপহরণকারীরা তাঁদের জানায়, আরও দুই লাখ টাকা রেডি রাখতে, তারা সাগরকে ফেরত দিতে নিয়ে আসবে। কিন্তু এর পর থেকে তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে অপহৃত নূর উদ্দিন সাগরের ভাই মো. সালাউদ্দিন বাদী হয়ে ৩ জুন মানিকছড়ি থানায় অপহরণ মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মামলার কিছু আলামত ও সন্দেহভাজন কিছু লোককে শনাক্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে এসব যাচাই করা হচ্ছে।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে