নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের চেরাগী মোড় থেকে শুরু পুলিশ প্লাজার আগ পর্যন্ত মানুষ আর মানুষ। ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরা নয়, এই উৎসবে শামিল হয়েছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও।
আজ রোববার সন্ধ্যা থেকে শুরু হয় এই উৎসব। উৎসবকে ঘিরে চারদিকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিকা চাকমা। তিনি তাঁর বাবা-মা ও ভাই বোনকে নিয়ে এই উৎসবে শামিল হয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি বছর এইখানে আত্মীয়স্বজনদের মিলনমেলা বসে। বহদ্দারহাট থেকে তাই সোজা চলে এলাম। অনেক এনজয় করছি।’
পারিকা চাকমার মতো পরিবার নিয়ে এসেছেন জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা নোবেল চাকমাও। তিনি ৩০টি ফানুস নিয়ে এসেছেন। সন্তানদের নিয়ে সেসব ফানুস উড়াচ্ছেন। নোবেল চাকমা বলেন, কয়েক বছর করোনার কারণে এই উৎসবে যোগ দিতে পারিনি। তবে বাড়ির ছাদে ফানুস উড়িয়ে উৎসবটি পালন করছি। এইবার যেহেতু সবকিছু স্বাভাবিক তাই পরিবার নিয়ে চলে এলাম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনমুখে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাদা পোশাকেও পুলিশ কাজ করছে।
বৌদ্ধ ধর্ম মতে, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ে পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন। এ উৎসবের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো।
চট্টগ্রামের চেরাগী মোড় থেকে শুরু পুলিশ প্লাজার আগ পর্যন্ত মানুষ আর মানুষ। ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরা নয়, এই উৎসবে শামিল হয়েছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও।
আজ রোববার সন্ধ্যা থেকে শুরু হয় এই উৎসব। উৎসবকে ঘিরে চারদিকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিকা চাকমা। তিনি তাঁর বাবা-মা ও ভাই বোনকে নিয়ে এই উৎসবে শামিল হয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি বছর এইখানে আত্মীয়স্বজনদের মিলনমেলা বসে। বহদ্দারহাট থেকে তাই সোজা চলে এলাম। অনেক এনজয় করছি।’
পারিকা চাকমার মতো পরিবার নিয়ে এসেছেন জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা নোবেল চাকমাও। তিনি ৩০টি ফানুস নিয়ে এসেছেন। সন্তানদের নিয়ে সেসব ফানুস উড়াচ্ছেন। নোবেল চাকমা বলেন, কয়েক বছর করোনার কারণে এই উৎসবে যোগ দিতে পারিনি। তবে বাড়ির ছাদে ফানুস উড়িয়ে উৎসবটি পালন করছি। এইবার যেহেতু সবকিছু স্বাভাবিক তাই পরিবার নিয়ে চলে এলাম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনমুখে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাদা পোশাকেও পুলিশ কাজ করছে।
বৌদ্ধ ধর্ম মতে, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ে পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন। এ উৎসবের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
২ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
৩ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে